South 24 Parganas News: বিলিতি পাখির প্রদর্শনী বারুইপুরে
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
এই প্রদর্শনীতে শুধুমাত্র বিদেশের পাখিরাই ঠাঁই পেয়েছিল। যাদের দাম শুরুই হচ্ছিল লক্ষ টাকার ওপার থেকে
দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর পুরসভার উদ্যোগে আরন্যক বনভোজন উদ্যানে বসেছিল বিদেশি পাখির প্রদর্শনী। নানান ধরনের বিদেশের পাখি হাজির ছিল সেখানে। প্রদর্শনীর শেষ দিনে উপচে পড়ল এলাকাবাসীর ভিড়।
শনিবার থেকে শুরু হয়েছিল এই পাখি প্রদর্শনী। বিরল ব্ল্যাক পাম কাকাতুয়া থেকে শুরু করে ব্লু গোল ম্যাকাও, কার্লি ম্যাকাও, সেভিয়ার ম্যাকাও, হ্যান্ডস ম্যাকাও সহ নানা প্রজাতির বিদেশি পাখি এসেছিল এই প্রদর্শনীতে। এক উদ্যোক্তা জানান, ২০-২২ রকম প্রজাতির বিদেশি পাখি আনা হয়েছিল প্রদর্শনীতে। এই প্রদর্শনীতে যে পাখিগুলি দেখা যাবে সবই বিদেশি। এখানে আসা এক একটি পাখির দাম লক্ষ টাকারও বেশি।
advertisement
advertisement
এই প্রদর্শনীতে এসেছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ছোট থেকে বড় সকলেই পাখি দেখতে পছন্দ করে। তাই এই প্রদর্শনীতে ভিড় উপচে পড়েছে। পাশাপাশি এই পাখিগুলি কোন প্রজাতির, কোথায় তার জন্ম সেই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকায় সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 12:57 AM IST