South 24 Parganas News: রায়দীঘিতে কালীমন্দিরে ৭ লক্ষ টাকার গয়না চুরির কিনারা, গ্রেফতার ৩  

Last Updated:

South 24 Parganas News: রায়দীঘিতে কালীমন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার হয়েছে ৩ চোর। গতবছরের ডিসেম্বর মাসে মন্দিরে চুরির ঘটনায় প্রায় ৭ লক্ষ টাকার গয়না চুরি হয়। এই ঘটনার পর তদন্তে নামে পুলিশ।

কালীমন্দির
কালীমন্দির
রায়দিঘি: রায়দীঘিতে কালীমন্দিরে চুরির পর লুকিয়েও রেহাই পেল না কেউই। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ৩ চোর। গতবছরের ডিসেম্বর মাসে মন্দিরে চুরির ঘটনায় প্রায় ৭ লক্ষ টাকার গয়না। এই ঘটনার পর তদন্তে নামে পুলিশ।
প্রায় আড়াই মাস পর এই ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ৩ ব্যক্তির নাম, সামসুদ্দিন পেয়াদা তাকে ঢোলাহাটের উত্তরাবাদ থেকে গ্রেফতার করা হয়। নুরুল মোল্লা নামের অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় বারুইপুরের মল্লিকপুর থেকে‌। এই ঘটনায় জড়িত তৃতীয় ব্যক্তির নাম হরিপুর গাজী তাকে জীবনতলার তালদি থেকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সামসুদ্দিন পেয়াদার বাড়ি থেকে রুপোর মুকুট ও হার, সোনার নাকছাবি, পিতলের বাসনপত্র উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
advertisement
রায়দিঘী ব‍্যবসায়ী সমিতি দ্বারা পরিচালিত এই কালীমন্দির প্রায় ৭০ বছরের পুরানো মন্দির বলে খবর। কয়েকবছর আগে মন্দিরের সংস্কার করা হয়। নতুন রূপে সাজানো হয় মন্দির। নতুন মন্দিরের চতুর্দিকে বসানো হয় সিসিটিভি।
advertisement
এই ঘটনায় মন্দির কমিটির সভাপতি সন্তোষ মাইতি জানান ঘটনাটি খুবই অনভিপ্রেত এবং দু:খজনক ঘটনা। থানায় এই ঘটনা সম্বন্ধে লিখিত অভিযোগ ও জানানো হয়েছিল। পুলিশের ভুমিকায় তারা খুবই খুশি বলে খবর।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রায়দীঘিতে কালীমন্দিরে ৭ লক্ষ টাকার গয়না চুরির কিনারা, গ্রেফতার ৩  
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement