আরও পড়ুন: দুই হাতে ধরতে পারবেন না! এতই বড় পেট মোটা ইলিশ! জাল টেনে তুলতে হিমশিম, বিক্রি হল সোনার দামে!
আড়াই তিন বছর পর থেকে ভাল ভাবে ফল ধরতে থাকে। ছাদের বাগানে এই গাছ লাগাতে চাইলে অল্প সংখ্যক চারা রোপণ করতে হবে। ড্রাগন চাষে ভাললাভ মিলবে জানিয়েছেন রাজু মোল্লা নামের এক ব্যবসায়ী। তিনি আরও জানিয়েছেন। ছাদে গাছ লাগালে একটা অবলম্বন লাগবে, যা বেয়ে গাছটি উঠতে পারে। এই গাছের গা থেকে শিকড়ের মতো বেরোয়, যা সেই অবলম্বনকে জড়িয়ে ধরে বাড়তে থাকে।তিন সাড়ে তিন ফুট ওঠার পরে গাছটি আবার ঘুরে নীচের দিকে নেমে আসার ব্যবস্থা করতে হবে। কারণ গাছটিকে আর লম্বা হতে দেওয়া যাবে না। কাদেরের মত আপনিও বাড়িতে এই গাছ বসিয়ে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর দেরি কিসের বাড়ির ছাদে বসিয়ে ফেলুন এই গাছ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নবাব মল্লিক