প্রসঙ্গত এর আগেও দিঘা সমুদ্র সৈকতে জীবন্ত ডলফিনের দেখা মিলেছিল। সেবারও ডলফিনটি ট্রলার বা জাহাজের ধাক্কা খেয়ে সৈকতের দিকে চলে আসে। ভারতে মূলত সমুদ্রে বা নদীতে এই গাঙ্গেয়াটিক ডলফিন দেখা যায়। ক্রমশই কমছে এদের সংখ্যা। এমনিতেই মৎস্য শিকারের মরশুমে মৎস্যজীবীদের বন্যপ্রাণ আইনে সংরক্ষিত মাছ ও সামুদ্রিক প্রাণীর তালিকা তুলে দেওয়া হয়েছে। এছাড়াও সংরক্ষিত সামুদ্রিক প্রাণীদের রক্ষা করতে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করছে বন দফতর। আর তাতেই সাড়া পড়েছে বলে অনুমান বন দফতরের। তাই এদিন আহত অবস্থায় ও এই ডলফিন টি উদ্ধার করতে পেরেছে বন দফতর।
advertisement
আরও পড়ুন: ভুতুড়ে বাড়ি কোন্নগরের দমকল অফিস! বাড়ি বেয়ে উঠেছে গাছ! ভয়ে দিন কাটছে কর্মীদের!
আরও পড়ুন:
উদ্ধার হওয়া ডলফিনটির পাখনার কিছু অংশ কাটা। মৎস্যজীবিদের অনুমান সমুদ্রে ট্রলার ও জাহাজের ধাক্কায় ডলফিনটি আহত হওয়ায় ভাসতে ভাসতে মান্দারমণির দিকে ভেসে আসে। খবর দেওয়া হয় মান্দারমণি থানায়। পুলিশ এসে ডলফিনটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা বন দফতর সূত্রে জানা যায়। এই ডলফিনটি গাঙ্গেটিক ডলফিন। পাখনায় চোট থাকার কারণে সমুদ্রে সাঁতার কাটতে না পেরে স্রোতে ভাসতে ভাসতে সৈকতে চলে আসে। ডলফিনটির শরীরে ক্ষতর পরিমাণ অনেকটাই বেশি। সুস্থ করতে চিকিৎসা চলছে।
Saikat Shee