TRENDING:

Viral Video: মন্দারমণির সমুদ্রে ওটা কী ভাসছে? কাছে যেতেই যা ঘটল

Last Updated:

Viral Video: বৃহস্পতিবার মন্দারমনি সমুদ্র সৈকতে যা ঘটল জানলে অবাক হবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মন্দারমণি: আবারও জীবন্ত ডলফিন উদ্ধার সমুদ্র সৈকত থেকে। তবে এবার দিঘা সমুদ্র সৈকত নয় মন্দারমণি সমুদ্র সৈকত থেকে জীবন্ত অবস্থায় একটি আহত ডলফিনকে উদ্ধার করা হয়।বৃহস্পতিবার মন্দারমণিতে সৈকত থেকে সামান্য দুরে এই ডলফিনটিকে আহত অবস্থায় ভাসতে দেখে মৎস্যজীবিরা। আহত অবস্থায় ভাসতে ভাসতে ডলফিনটি সমুদ্র সৈকতের দিকে আসছিল। সেই সময়ই মৎস্যজীবীরা দেখতে পায়। আর সমুদ্র সৈকতে জীবন্ত ডলফিন দেখতে ভিড় জমায় মন্দারমণিতে আসা উৎসাহী পর্যটকেরা।
advertisement

প্রসঙ্গত এর আগেও দিঘা সমুদ্র সৈকতে জীবন্ত ডলফিনের দেখা মিলেছিল। সেবারও ডলফিনটি ট্রলার বা জাহাজের ধাক্কা খেয়ে সৈকতের দিকে চলে আসে। ভারতে মূলত সমুদ্রে বা নদীতে এই গাঙ্গেয়াটিক ডলফিন দেখা যায়। ক্রমশই কমছে এদের সংখ্যা। এমনিতেই মৎস্য শিকারের মরশুমে মৎস্যজীবীদের বন্যপ্রাণ আইনে সংরক্ষিত মাছ ও সামুদ্রিক প্রাণীর তালিকা তুলে দেওয়া হয়েছে। এছাড়াও সংরক্ষিত সামুদ্রিক প্রাণীদের রক্ষা করতে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করছে বন দফতর। আর তাতেই সাড়া পড়েছে বলে অনুমান বন দফতরের। তাই এদিন আহত অবস্থায় ও এই ডলফিন টি উদ্ধার করতে পেরেছে বন দফতর।

advertisement

আরও পড়ুন:  ভুতুড়ে বাড়ি কোন্নগরের দমকল অফিস! বাড়ি বেয়ে উঠেছে গাছ! ভয়ে দিন কাটছে কর্মীদের!

আরও পড়ুন: 

View More

উদ্ধার হওয়া ডলফিনটির পাখনার কিছু অংশ কাটা। মৎস্যজীবিদের অনুমান সমুদ্রে ট্রলার ও জাহাজের ধাক্কায় ডলফিনটি আহত হওয়ায় ভাসতে ভাসতে মান্দারমণির দিকে ভেসে আসে। খবর দেওয়া হয় মান্দারমণি থানায়। পুলিশ এসে ডলফিনটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা বন দফতর সূত্রে জানা যায়। এই ডলফিনটি গাঙ্গেটিক ডলফিন। পাখনায় চোট থাকার কারণে সমুদ্রে সাঁতার কাটতে না পেরে স্রোতে ভাসতে ভাসতে সৈকতে চলে আসে। ডলফিনটির শরীরে ক্ষতর পরিমাণ অনেকটাই বেশি। সুস্থ করতে চিকিৎসা চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Viral Video: মন্দারমণির সমুদ্রে ওটা কী ভাসছে? কাছে যেতেই যা ঘটল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল