তাম্রলিপ্ত পুরসভা এলাকার ৮ টি স্কুলের পড়ুয়ারা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এদিনের অনুষ্ঠানে তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ, কাউন্সিলর গন সহ বিভিন্ন দফতরের আধিকারিক ও স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে পৌরবাসী বিনোদনের জন্য তৈরি হল পার্ক
সংসদের অন্দরে মন্ত্রী সাংসদরা কি কি করে থাকেন তা উপস্থিত পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়। সেই সঙ্গে সংসদ বিষয় কুইজের ব্যবস্থা করা হয়। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক কিছু শিক্ষালাভ হয়েছে বলে জানায় পড়ুয়ারা।
advertisement
আরও পড়ুনঃ মোবাইল গেম খেলায় হার! বন্ধুদের কাছে জুতো পেটা! চরম ঘটনা ঘটল নাবালকের সঙ্গে!
তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় জানান, পড়ুয়ারা যাতে সংসদের সমস্ত কিছু বুঝতে ও শিক্ষতে পারে তার জন্য এই ধরনের উদ্যোগ আমাদের৷ যারা ভাল উপস্থাপনা করেছে তাদের সম্মানিত করা হয়। যুব সংসদে উপস্থিত থেকে একটি স্কুলের ছাত্রীরা বলেন, 'বিধানসভা বা লোকসভায় কি ধরনের কাজকর্ম হয় তা এই যুব সংসদের মধ্যে জানতে পারলাম। যা আগামী দিনে কাজে লাগবে।'
Saikat Shee