Midnapore News: মোবাইল গেম খেলায় হার! বন্ধুদের কাছে জুতো পেটা! চরম ঘটনা ঘটল নাবালকের সঙ্গে!

Last Updated:

Midnapore News: অনলাইন গেম এর বাজিতে হার। বন্ধুদের হাতে চরম মার খেল এক নাবালক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে।

Purba Medinipur SP office 
Purba Medinipur SP office 
#পূর্ব মেদিনীপুর: অনলাইন গেম বাজিতে হার। বন্ধুদের হাতে চরম মার খেল এক নাবালক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। চার বন্ধু মিলে পরিত্যক্ত এক বাড়ির ভিতর মোবাইল গেম খেলছিল। মোবাইলে এই অনলাইন গেমের বাজি হিসেবে টাকা পয়সা না, বাজি ধরা হয়েছিল জুতো মারা! কী শুনে চমকে গেলেন! অনলাইন গেম খেলায় যে হারবে তাকে বাকি তিনজন মিলে মোট তিরিশ বার জুতো দিয়ে মারবে, আর তার ভিডিও তুলে সোশ্যাল মাধ্যমে আপলোড করা হবে। যেই কথা সেই কাজ, গেম খেলায় এক বন্ধু হেরে যেতে অন্যরা মিলে তাকে জুতোপেটা করে। জুতোর মার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ১৩ বছরের ওই নাবালক। পরবর্তীতে তাকে এগরা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়।
বর্তমান সময়ে স্মার্টফোন দুনিয়াকে হাতের মুঠোয় এনে দিয়েছে। স্মার্টফোনের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমরা সবাই অবগত। কিন্তু ছোটদের ক্ষেত্রে স্মার্টফোন তাদের শৈশব ও কৈশোরকে কেড়ে নিয়েছে। একটা সময় ছিল যেখানে ছেলেমেয়েরা নিজেদের মধ্যে মাঠে বিভিন্নখেলাধুলায় যুক্ত থাকত। কিন্তু বর্তমান প্রজন্মের ছোট থেকে সবাই বুঁদ স্মার্টফোনে। স্মার্টফোনে অনলাইন গেম খেলার শিকার হচ্ছে শিশু থেকে নাবালকেরা। অনলাইন গেম খেলায় অনেক সময় অনেকে প্রাণ হারিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় অনলাইন গেম খেলায় যা ঘটল অত্যন্ত মর্মান্তিক ও অমানবিক।
advertisement
বাচ্চার হাতে মোবাইল ফোন কতটা বিপদ জনক তা আবারও প্রমাণ করল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বেশকিছু নাবালক । হাতে ফোন পেয়ে নির্জন জায়গায় বন্ধুদের সঙ্গে বাজি করে গেম খেলা। হেরে যাওয়ার শর্ত জুতা প্রহার । এই শর্ত কতটা ভয়ানক হতে পারে তার ধারণাও ছিল না ওই নাবালকদের মধ্যে । গেম খেলায় হেরে যাওয়ায় একাধিক বার জুতার প্রহার নাবালককে। বাড়ি ফিরেই অসুস্থ হয়ে যায় ওই নাবালক, নাকমুখ দিয়ে রক্ত বেরোতে থাকে তার। প্রথমে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। আহত ওই নাবালককে। নাবালকের পরিবারের লোকজন থানার দ্বারস্থ হলে অপর নাবালকদের থানায় নিয়ে যায় পটাশপুর থানার পুলিশ। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় পটাশপুর এলাকা জুড়ে।
advertisement
advertisement
পটাশপুরের এই ঘটনা একদিকে যেমন বাচ্চাদের থেকে মোবাইল ফোন দূরে রাখার ইঙ্গিত দেয়, তেমনি নাবালক নাবালিকাদের হাতে মোবাইল ফোন কতটা ভয়ানক তার স্পষ্ট ইঙ্গিত দেয় এই ঘটনা। এ নিয়ে জেলার এক মনোবিদের বক্তব্য, 'ছোটরা তাদের স্বাভাবিক বেড়ে ওঠা থেকে বঞ্চিত বর্তমান সময়ে। ছোটদের কাছে স্বাভাবিক আনন্দ লাভের পরিসর কমছে। ফলে ওরাও স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে দিন দিন। ফলে ইন্টারনেট ড্রাগ সেক্স অ্যাডিকশন এর সঙ্গে বাড়ছে চাইল্ডহুড ক্রাইম। এ এক ভয়ঙ্কর ভবিষ্যতের সংকেত। সবাইকে সচেতন হতে হবে।'
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapore News: মোবাইল গেম খেলায় হার! বন্ধুদের কাছে জুতো পেটা! চরম ঘটনা ঘটল নাবালকের সঙ্গে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement