Purba Medinipur: পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে পৌরবাসী বিনোদনের জন্য তৈরি হল পার্ক

Last Updated:

পাঁশকুড়া শহরের মুকুটে নতুন পালক। বিনোদনের জন্য তৈরি হয়েছে পার্ক। রাজ্য নগর উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় পাঁশকুড়া পৌর ভবনের পাশেই নতুনভাবে নির্মাণ করা হয়েছে পার্ক।

+
পাঁশকুড়া

পাঁশকুড়া পৌরসভা। 

#পাঁশকুড়া : পাঁশকুড়া শহরের মুকুটে নতুন পালক। বিনোদনের জন্য তৈরি হয়েছে পার্ক। রাজ্য নগর উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় পাঁশকুড়া পৌর ভবনের পাশেই নতুনভাবে নির্মাণ করা হয়েছে পার্ক। পাঁশকুড়া শহর আগে গঠিত হলেও এতদিন শহরবাসীর বিনোদনের জন্য ছিল না পার্ক। ছেলেমেয়েদের খেলাধুলার পাশাপাশি শহরবাসী অবসর সময় কাটানোর জায়গা ছিল না। আর এই নিয়ে পাঁশকুড়া পৌরবাসীর অভিযোগ ছিল বিস্তর। তাদের দাবি ছিল পাঁশকুড়াতে একটি অত্যাধুনিক পার্ক তৈরি হোক। তাদের সেই দাবি এবার মান্যতা পেল। প্রায় ১০ কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে পার্ক।
পার্কের বিষয়ে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র জানিয়েছেন, এই পার্কের ক্ষেত্রে সবচেয়ে বড় চমক, পার্কের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় এর আগে কোনও পার্ক মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন কিনা জানা নেই। এছাড়াও পার্কের ভেতরে রয়েছে, ছেলেমেয়েদের খেলাধুলার জায়গার পাশাপাশি বিভিন্ন মনীষীদের মূর্তি।
আরও পড়ুনঃ কো-অপারেটিভ ব্যাঙ্কে মোবাইল ব্যাঙ্ক পরিষেবা চালু! রাজ্যে প্রথম
ওপেন থিয়েটার হল, ম্যারেজ সেরেমনি হল, ফুড প্লাজা, প্রেস কর্নার, ঝরনা সহ একাধিক বিনোদনের জায়গা। শহরবাসীর বিনোদনের জন্য সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে এই পার্ক।' এই পার্কের উদ্বোধনের আগেই পাঁশকুড়া শহরবাসীর উন্মাদনা চোখে পড়ার মত। উদ্বোধনের আগেই পার্কে আসছে মানুষ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্যাঙ্কের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, পরিষেবা ব্যাহত
পাঁশকুড়ার এক শহরবাসী জানান, 'এতদিন পাঁশকুড়ায় কোন পার্ক ছিল না সেভাবে। পাঁশকুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলের একটি চিলড্রেন পার্ক থাকলেও তাতে কিছু নেই বললেই চলে। বাচ্চা ছেলে মেয়েদের খেলাধুলা ও বয়স্ক বিনোদনের জন্য এই পার্কটি আগামী দিনে আমাদের চাহিদা পূরণ করবে।'
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে পৌরবাসী বিনোদনের জন্য তৈরি হল পার্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement