Purba Medinipur: কো-অপারেটিভ ব্যাঙ্কে মোবাইল ব্যাঙ্ক পরিষেবা চালু! রাজ্যে প্রথম

Last Updated:

এবার প্রাইভেট ব্যাঙ্কের মতোই পরিষেবা পাবে একটি কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকেরা। গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে রাজ্যের প্রথম কো-অপারেটিভ ব্যাঙ্ক হিসেবে তমলুকের একটি কো-অপারেটিভ ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু করল।

+
title=

#তমলুক : এবার প্রাইভেট ব্যাঙ্কের মতোই পরিষেবা পাবে একটি কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকেরা। গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে রাজ্যের প্রথম কো-অপারেটিভ ব্যাঙ্ক হিসেবে তমলুকের একটি কো-অপারেটিভ ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু করল। ১২ অগাস্ট শুক্রবার দুপুরে এই মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্মকর্তাগণ। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী জানান, 'একটি কো-অপারেটিভ ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্ক পরিষেবা চালু হওয়া অত্যন্ত গৌরবের। তিনি দাবি করেন এটি রাজ্য তথা দেশের প্রথম কো-অপারেটিভ ব্যাঙ্ক হিসেবে তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক করে দেখাল। যা তমলুকের জন্য অত্যন্ত গৌরবের।' উত্তর প্রদেশের রামপুরে একটি কো অপারেটিভ ব্যাঙ্ক ইতিপূর্বে এই পরিষেবা শুরু করেছে বলে জানা যায়।
মানুষসহ যে কোনও জীবজন্তু তথা বিভিন্ন সংস্থা সময়ের সঙ্গে টিকে থাকতে হলে তার পরিবর্তন জরুরি। সময়ের সঙ্গে পরিবর্তন করতে না পেরে একসময়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি বর্তমানে হারিয়ে যেতে বসেছে বা হারিয়ে গিয়েছে। কো-অপারেটিভ ব্যাঙ্কের ইতিহাসে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড।
advertisement
advertisement
রাজ্যের প্রথম কো-অপারেটিভ ব্যাঙ্ক হিসাবে বর্তমান সময়ে শুরু করল মোবাইল ব্যাঙ্ক পরিষেবা এই কো-অপারেটিভ ব্যাঙ্কটি।। এই পরিষেবা চালু করার প্রসঙ্গে ব্যাঙ্কের টেকনিক্যাল ডেপুটি ম্যানেজার অভিক প্রামাণিক জানান, 'এই পরিষেবা চালু করার জন্য আগেই রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে। ব্যাঙ্কের গ্রাহকদের এই পরিষেবা দিতে অনেকদিন আগে থেকেই কাজ শুরু হয়েছিল, এদিন সেই পরিষেবার উদ্বোধন হল।'
advertisement
আরও পড়ুনঃ জেলা জুড়ে পালন হল রাখি বন্ধন উৎসব
তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ২৬ টি শাখার প্রায় ১ লক্ষ গ্রাহকেরা এই পরিষেবা পাবেন। অ্যাপ স্টোর থেকে অ্যাপ মোবাইলে ডাউনলোড করার পর ব্যাঙ্ক গিয়ে রেজিস্টার করতে হবে। গ্রাহকেরা ব্যাঙ্কের যাবতীয় কাজ এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন এখন থেকেই।'
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: কো-অপারেটিভ ব্যাঙ্কে মোবাইল ব্যাঙ্ক পরিষেবা চালু! রাজ্যে প্রথম
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement