Purba Medinipur: জেলা জুড়ে পালন হল রাখি বন্ধন উৎসব
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
১১ আগস্ট বৃহস্পতিবার দেশ জুড়ে পালন হচ্ছে রাখিবন্ধন উৎসব। সৌভ্রাতৃত্বের এই বন্ধনে একে অপরকে বেঁধে রাখতে উদ্যোগী পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা।
#পূর্ব মেদিনীপুর : ১১ আগস্ট বৃহস্পতিবার দেশ জুড়ে পালন হচ্ছে রাখিবন্ধন উৎসব। সৌভ্রাতৃত্বের এই বন্ধনে একে অপরকে বেঁধে রাখতে উদ্যোগী পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা। রাখিবন্ধন উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপমর ভারতবাসী মেতে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় পালন হচ্ছে রাখিবন্ধন উৎসব। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, নন্দকুমার, কাঁথি, মেছাদা, কোলাঘাট, পাঁশকুড়া সহ সর্বত্রই সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসন রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছে। নন্দকুমার থানা ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পালন হল রাখিবন্ধন উৎসব। শুধুমাত্র পথ সচেতনতা নয়, সামাজিক দ্বায়বদ্ধতাকে সামনে রেখে সম্পীতির মেল বন্ধনে আবদ্ধ এই রাখীবন্ধন। পথ চলতি মানুষ, বাইক আরোহী, ট্রাক-বাস চালক, মমুর্ষু রোগীদের হাতে রাখি বেঁধে এবং মিষ্টি মুখ করিয়ে সম্প্রীতির বার্তা দিলেন নন্দকুমার থানার পুলিশ এবং কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতি।
বৃহস্পতিবার নন্দকুমারের হাইরোড চৌরাস্তা মোড়ে রাখিবন্ধন উৎসব পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার থানার ওসি মনোজ কুমার ঝা, নন্দকুমার বিডিও শানু বক্সি, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস, নন্দকুমার ট্রাফিক ASI উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।
আরও পড়ুনঃ মাছ চাষে যুগান্তকারী প্রদক্ষেপ! প্রজননক্ষম মাছের হল টিকাকরণ
নন্দকুমার থানার পুলিশ অধিকারিক মনোজ কুমার ঝা জানান, 'রাখিবন্ধন উৎসব সৌভ্রাতৃত্বের বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলা। সম্প্রীতি বজায় থাকলেই সমাজের পক্ষে লাভজনক। নন্দকুমার ছাড়াও তমলুক মেচেদায়, কাঁথি, কোলাঘাটে বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।
advertisement
advertisement
Saikat Shee
Location :
First Published :
August 11, 2022 8:51 PM IST