Purba Medinipur: মাছ চাষে যুগান্তকারী পদক্ষেপ! প্রজননক্ষম মাছের হল টিকাকরণ

Last Updated:

রাজ্যে প্রথম প্রজননক্ষম মাছের টিকাকরন এগরা-১ নম্বর ব্লকের তিনটি মাছের হ্যাচারীতে, উৎপাদিত হবে নিরোগ স্বাস্থ্যকর মাছ। মৎস্যক্ষেত্রে দৃষ্টান্ত সৃষ্টি করল এগরা-১নম্বর ব্লক মৎস্য বিভাগ।

+
title=

#পূর্ব মেদিনীপুর : রাজ্যে প্রথম প্রজননক্ষম মাছের টিকাকরন এগরা-১ নম্বর ব্লকের তিনটি মাছের হ্যাচারীতে, উৎপাদিত হবে নিরোগ স্বাস্থ্যকর মাছ। মৎস্যক্ষেত্রে দৃষ্টান্ত সৃষ্টি করল এগরা-১নম্বর ব্লক মৎস্য বিভাগ। জলবায়ুর পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি ও কম বৃষ্টিপাতের ফলে হ্যাচারিতে মাছের প্রজনন ও পোনা উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। প্রজননের অনুকূল পরিবেশ না পাওয়া ও তাপমাত্রা বেশি থাকার কারণে হ্যাচারিতে মাছ কৃত্রিম প্রজননে সাড়া দিচ্ছে না। পেটে ডিম আসলেও ডিম ছাড়ছে না। মাছ সহজে রোগাক্রান্ত হচ্ছে এবং মৃত্যুহার বেড়ে যাচ্ছে। ফলে উৎপাদন কম হচ্ছে ও চাষিদের আয় কমে যাচ্ছে। মাছ চাষিরা যেমন সমস্যায় পড়েছেন তেমনি চিন্তিত দেশের বিজ্ঞানী মহল। আর এই সমস্যার সমাধানে আমাদের দেশের মৎস্য বিজ্ঞানী তৈরি করেছেন অভিনব “মাছের-টীকা” বা ভ্যাকসিন। নাম দেওয়া হয়েছে “সিফা-ব্রুড-ভ্যাক”। স্বাস্থ্যকর ও বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধকারি অধিক সংখ্যক মাছের চারাপোনা (স্পন ও ফ্রাই) তৈরির মাধ্যমে, মাছের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি করতে কেন্দ্রীয় মিঠাজল মৎস্য গবেষনা কেন্দ্র , ভুবনেশ্বর, ওডিশা- কতৃক উদ্ভাবিত প্রজনন যোগ্য স্ত্রী মাছের (ফিমেল ব্রূড ফিশ) টিকা বা ভ্যাকসিন “সিফা-ব্রুড-ভ্যাক” এর প্রথম চাষি পর্যায় প্রয়োগ শুরু হল পূর্বমেদিনীপুর জেলার এগরা-১ নম্বর ব্লকের তিনটি মাছের হ্যাচারিতে।
মৎস্য বিজ্ঞানী ডক্টর মৃনাল সামন্ত ও ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহুর তত্বাবধানে এগরার সাতখন্ড গ্রামের উত্তম মিদ্যার বাটা, সরপুঁটি মাছ হ্যাচারীতে, বাগমারী গ্রামের কান্টু গিরির মাগুর, শিঙি মাছের হ্যাচারীতে ও অরুয়া গ্রামের জগন্নাথ আইচের রুই, কাতলা মাছের হ্যাচারীতে প্রজননক্ষম মাছের টিকাকরন হয়। এগরা-১ নম্বর ব্লকের কনফারেরন্স হলে মাছের টিকা প্রয়োগ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
advertisement
আরও পড়ুনঃ নিম্নচাপের দুর্যোগের প্রভাব রাখী বিক্রিতে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “সিফা-ব্রুড-ভ্যাক” টিকার আবিস্কর্তা সিফা-র প্রিন্সিপাল সায়েনটিস্ট ডক্টর মৃনাল সামন্ত , এছাড়া ছিলেন, এগরা-১ নম্বর ব্লকের বিডিও সুমন ঘোষ, এগরা-১ এর মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু সহ অন্যন্য বিশিষ্ট বর্গ। সিফার বিজ্ঞানী ডঃ মৃনাল সামন্ত জানান যে “সিফা-ব্রুড-ভ্যাক” এটি হল এক ধরনের টিকা যেটা কিনা প্রজনন যোগ্য স্ত্রী মাছ (ফিমেল ব্রুড ফিশ) কে দেওয়া হয়। এখনও পর্যন্ত রুই, কাতলা, সরপুঁটি, ট্যাংরা, কই , ইত্যাদির ক্ষেত্রে প্রয়োগ করে এর সুফল দেখা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জেলা জুড়ে বিভিন্ন নদ-নদীর গতিপথ দখলমুক্ত করতে অভিযান
অন্যন্য ধরনের মাছের ওপরও প্রয়োগের গবেষনা চলছে। তিনি আরও জানান, যে রাজ্যে প্রথম এগরা-১ নম্বর ব্লকের তিনটি মাছের হ্যাচারীতে এই টিকাকরন শুরু হল, এর সফলতা রাজ্যের অন্যন্য হ্যাচারী মালিকদের উৎসাহিত করবে। এগরা-১ নম্বর ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু বলেন, আধুনিক এই মৎস্য প্রযুক্তির সাথে সরকারি সুফল মাছ চাষিদের মধ্যে যেমন ছড়িয়ে দেওয়া হচ্ছে তেমনি নিরোগ - অধিক মাছের উৎপাদনের মাধ্যমে বাজারে মাছের যোগান বাড়াবে।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: মাছ চাষে যুগান্তকারী পদক্ষেপ! প্রজননক্ষম মাছের হল টিকাকরণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement