তমলুক শহরের মানিকতলা মোড়, হাসপাতাল মোড় ও নিমতলা মোড় থেকে প্রতিদিন কয়েক হাজার টোটো শহরের রাস্তাঘাটে চলাচল করছে। এর পরেই সমস্যায় পড়ে সাইকেল আরোহী, বাইক আরোহী ও পথচলতি মানুষজন, কেননা দীর্ঘক্ষণ যানজটের শিকার হতে হয় টোটোর কারণে। বিশেষ করে অফিস টাইমে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। তাম্রলিপ্ত পৌর এলাকার টোটোগুলির জন্য নির্দিষ্ট নম্বর প্রদান করা হয়েছিল। বর্তমানে শহরের রাস্তায় সেইসব টোটো বাদেও প্রচুর অবৈধ টোটো চলাচল করছে। ফলে যানজট সমস্যা নিত্যদিনই লেগে আছে।
advertisement
আরও পড়ুন- কেমন রয়েছে জেলার হাসপাতালগুলির অগ্নিনির্বাপক ব্যবস্থা? দেখুন..
তাম্রলিপ্ত পৌরসভা উদ্যোগী হয়েছে অবৈধ টোটোগুলিকে চিহ্নিত করার কাজে। এছাড়াও শহরের রাস্তার যানজট নিয়ন্ত্রণে আনতে টোটোগুলির নম্বরের জোড় বিজোড় সংখ্যার ভিত্তিতে, শহরের রাস্তায় নামানোর কথা ভাবা হয়েছে। অর্থাৎ একদিন শহরের রাস্তায় শুধুমাত্র জোড় সংখ্যা যুক্ত নম্বরের টোটো চলাচল করবে। আবার অন্যদিন বিজোড় সংখ্যা যুক্ত নম্বরের টোটো চলাচল করবে।
আরও পড়ুন- মেছেদায় রাস্তার পাশে জঞ্জালের স্তূপ! দুর্গন্ধে নাজেহাল সাধারণ মানুষ!
এ বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, 'শহরের রাস্তায় অসংখ্য টোটো চলাচল করে। এটা একধরনের মানুষের রোজগারের একমাত্র পথ। কিন্তু শহরের রাস্তার যানজট নিয়ন্ত্রণে আনতে অবৈধ টোটোগুলিকে চিহ্নিত করার পাশাপাশি বৈধ টোটো গাড়ির নম্বরের জোড় বিজোড় সংখ্যার ভিত্তিতে শহরের রাস্তায় চলাচলের কথা ভাবা হয়েছে।'
Saikat Shee