#পাঁশকুড়া: হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও রোগীর পরিজনের নিরাপত্তার স্বার্থে অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখার কাজ চলছে। পূর্ব মেদিনীপুর জেলায়, জেলা হাসপাতালের পাশাপাশি রয়েছে কাঁথি, হলদিয়া, এগরা মহকুমা হাসপাতাল এবং দিঘা স্টেট জেনারেল হাসপাতাল। এছাড়াও জেলায় নন্দীগ্রাম, পাঁশকুড়া সহ বেশ কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের নির্দেশেই বিভিন্ন হাসপাতালে অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসা চলাকালীন কোনভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তাই এই অগ্নিনির্বাপক ব্যবস্থা কেমন রয়েছে, তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।
সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছোট-বড় কারখানা বা বাজারে এমন ঘটনা ঘটেছে। তাই আগাম সতর্কতা হিসাবে হাসপাতালে হাসপাতালে অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখার কাজ চলছে। অন্যান্য হাসপাতালের পাশাপাশি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ও পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
আরও পড়ুন- বাঁধা হয়নি নদীবাঁধ, জোয়ারের জল আসে বাড়ির উঠোনে
পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনদূপ ভূটিয়া ও দীপক পট্টনায়কের নেতৃত্বে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ফায়ার সেফটি সিস্টেম কতটা কার্যকর, তা খতিয়ে দেখা হয়। এমনকী, কোনভাবে অগ্নিসংযোগ ঘটলে, প্রাথমিক পর্যায়ে অগ্নিনির্বাপক যন্ত্র কীভাবে ব্যবহার করতে হয় তা হাসপাতালের কর্মীদের হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন- পরিবেশবান্ধব মাটির জলের বোতলে পটশিল্পের ছোঁয়া! হচ্ছে দেদার বিক্রি
হাসপাতালের প্রতিটি ফ্লোরে ঘুরে ঘুরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন প্রতিনিধি দল। অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার পর পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনদূপ ভূটিয়া জানান, "জেলা প্রশাসনের নির্দেশে সুপার স্পেশালিটি হাসপাতালের এই অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার কাজ হল। এই হাসপাতালগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাকই রয়েছে।"
Saikat Sheeনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Medinipur, Fire Extinguisher, Fire Incident, Hospital