সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছোট-বড় কারখানা বা বাজারে এমন ঘটনা ঘটেছে। তাই আগাম সতর্কতা হিসাবে হাসপাতালে হাসপাতালে অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখার কাজ চলছে। অন্যান্য হাসপাতালের পাশাপাশি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ও পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
আরও পড়ুন- বাঁধা হয়নি নদীবাঁধ, জোয়ারের জল আসে বাড়ির উঠোনে
advertisement
পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনদূপ ভূটিয়া ও দীপক পট্টনায়কের নেতৃত্বে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ফায়ার সেফটি সিস্টেম কতটা কার্যকর, তা খতিয়ে দেখা হয়। এমনকী, কোনভাবে অগ্নিসংযোগ ঘটলে, প্রাথমিক পর্যায়ে অগ্নিনির্বাপক যন্ত্র কীভাবে ব্যবহার করতে হয় তা হাসপাতালের কর্মীদের হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন- পরিবেশবান্ধব মাটির জলের বোতলে পটশিল্পের ছোঁয়া! হচ্ছে দেদার বিক্রি
হাসপাতালের প্রতিটি ফ্লোরে ঘুরে ঘুরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন প্রতিনিধি দল। অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার পর পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনদূপ ভূটিয়া জানান, "জেলা প্রশাসনের নির্দেশে সুপার স্পেশালিটি হাসপাতালের এই অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার কাজ হল। এই হাসপাতালগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাকই রয়েছে।"
Saikat Shee