তমলুকের কপাল মোচন ঘাটের কাছে নিকাশী খালের উপর এই সেতু দিয়ে শহরের ১৪ ও ১৮ নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দারা প্রতিদিন শহরের বড়বাজার এবং অন্যান্য স্থানে যাতায়াত করতেন। দীর্ঘ দিন ওই পুরনো সেতু ভগ্নপ্রায় হয়ে পড়ায় পৌরসভার উদ্যোগে ওই একই জায়গায় নতুন সেতু তৈরীর জন্য পথশ্রী প্রকল্পে প্রায় ৭২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। ঠিকাদার নিয়োগ করে মে মাসে কাজ শুরু হয়। পুরানো সেতু ভাঙার সময় গত ১৬ মে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল পৌরসভা। ওই দুর্ঘটনার পরে প্রায় দু’মাস কেটে গেল। নতুন সেতু নির্মাণের কাজ এখনও শুরু হয়নি। এর ফলে সমস্যায় পড়ছেন ওই এলাকার বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: স্কুলের মধ্যেই শিক্ষিকাকে হামলা শিক্ষকের! কাউন্সিলর স্ত্রীর নাম তুলে হুমকি!
আরও পড়ুন: মগরাহাটে বাড়ির কাছেই কুপিয়ে গুলি করে খুন তৃণমূলের জয়ী প্রার্থীকে! গুলিবিদ্ধ প্রতিবেশীকেও
স্থানীয় বাসিন্দারা বলেন, পুরনো জরাজীর্ণ সেতু ভেঙে নতুন সেতুর কাজ শুরু সময় দুজন শ্রমিকের মৃত্যু হয় তারপরে এই কাজ বন্ধ প্রায় দুমাস। এর ফলে প্রতিনিয়ত যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে। তবে এই বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন, সেচ দফতর ও পুর দফতরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায়।
সৈকত শী