ডাঃ প্রবীর ভৌমিক জানান, "স্ক্রাব টাইফাস মূলত পোকার কামড়ে হওয়া একটি রোগ। এই রোগের জন্য দায়ী ‘ট্রম্বিকুলিড মাইট’ নামক এক ধরনের পোকা। পোকার কামড়ের পর থেকে চার পাঁচদিন অতিবাহিত হওয়ার পর জ্বর সহ নানা ধরনের উপসর্গ দেখা দেয়। এই রোগের প্রকোপ বাড়ে বর্ষাকালে। বর্ষায় যেহেতু গাছপালা, ঝোপঝাড়ের সংখ্যাটা বেড়ে যায়— তাই স্ক্রাব টাইফাসের ঝুঁকিও তৈরি হয়। স্ক্রাব টাইফাসের রোগের লক্ষণ হল তীব্র জ্বর, সারা শরীরে ব্যথা, যন্ত্রণা, বমি বমি ভাব সহ একাধিক উপসর্গ দেখা দেয়। এছাড়াও আক্রান্তের শরীরে যেখানে পোকা কামড়ায় সেখানে সিগারেটের আগুনে পোড়ার মতো গোল দাগ দেখা যায়।
advertisement
আরও পড়ুন: প্রথম ঝলক সোনম কাপুরের পুত্রসন্তানের! মাসি রিয়ার চোখের কোণে জল, আবেগে ভাসল পরিবার
আরও পড়ুন: বলিপাড়ায় ফের বিয়ের গুঞ্জন! এবছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা? কী ইঙ্গিত দিলেন শাহিদ?
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক চিকিত্সক বিভাস রায় জানান, 'স্ক্রাব টাইফাস আক্রান্ত হওয়ার থেকে সহজেই বাঁচা যায়। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রাতে মশারি ছাড়া ঘুমানো একদমই উচিত না। এছাড়াও ছোটদের সব সময় ফুলহাতা জামা-প্যান্ট পরাতে হবে।'
Saikat Shee