বলিপাড়ায় ফের বিয়ের গুঞ্জন! এবছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা? কী ইঙ্গিত দিলেন শাহিদ?

Last Updated:

Koffee with Karan 7 : মিস্টার কবির সিং সাফ সাফ জানিয়ে দেন, আপনারা যত তাড়াতাড়ি ভাবছেন, তার আগেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি

#মুম্বই: করণ জোহরের বহু-চর্চিত শো 'কফি উইথ করণ'-এর সিজন সেভেন ইতিমধ্যেই একাধিক চমক উপহার দিয়েছে দর্শককে। করণের কফি কাউচে এবার অতিথি হয়ে এসেছেন সারা আলি খান, অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, বিজয় দেবরকোন্ডা, সামান্থা রুথ প্রভু, কিয়ারা আডবানী, টাইগার শ্রফ, কৃতী শ্যানন, রণবীর সিং, আলিয়া ভাট সহ আরও অনেকে। (Koffee With Karan 7)
View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

advertisement
advertisement
বৃহস্পতিবার কফি কাউচের অতিথি হয়ে আসছেন শাহিদ কাপুর এবং কিয়ারা আডবাণী। শাহিদ কাপুর পরিস্কার জানান কিয়ারা-সিদ্ধার্থ সম্পর্কে রয়েছেন। তিনিও এরপর যা জানান, তাতে উত্তেজিত হয়ে পড়েন দর্শক। মিস্টার কবির সিং সাফ সাফ জানিয়ে দেন, আপনারা যত তাড়াতাড়ি ভাবছেন, তার আগেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি।
advertisement
এই তাড়কা জুটির দেখা হযেছিল 'শেরশাহ'-এর সিনেমা সেটে। হয়তো তাঁরা দুজনে একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু দর্শক তো ধরেই নিয়েছে বছর ঘোরার আগেই বিয়ে করছেন বহুচর্চিত এই জুটি।
"এই বছরের শেষ নাগাদ একটি ঘোষণার জন্য অপেক্ষা করুন এবং এটি কিন্তু কোনও সিনেমা নয়", জানান শাহিদ। অভিনেত্রী কিয়ারা আবার সেই টিজারেই বলেছেন, "হ্যান্ডাসম হাঙ্কের সঙ্গে শুধু 'ভাল বন্ধু' না, এর চেয়ে বেশি।"
advertisement
প্রসঙ্গত, এর আগের কফি উইথ করণের এপিসোডে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ এবং ভিকি। সেখানে করণ সিদ্ধার্থ-করণের সম্পর্কের কথা নিশ্চিত করেন। তারপরে তাঁকে জিজ্ঞাসা করা হয় যে তিনি তাঁর সঙ্গে ভবিষ্যতের কথা ভেবেছেন কিনা। এটি শুনে সিদ্ধার্থ অবাক। তখন ভিকি কেজোর সঙ্গে হাত মিলিয়ে টিজ করতে থাকে সিদ্ধার্থকে। সোফায় বসে যৌথশক্তির বিরুদ্ধে কথা বলতে দিয়ে চাপে পড়েন সিদ্ধার্থ। কিন্তু প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন সিদ্ধার্থ মালহোত্রার অন্য পরিকল্পনা ছিল। "আমি একটি উজ্জ্বল এবং সুখী ভবিষ্যত প্রকাশ করছি," তিনি বলেছিলেন, ভক্তদের আশা রেখেছিলেন যে এটি তার প্রেমিকা কিয়ারা আদভানির সঙ্গে রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিপাড়ায় ফের বিয়ের গুঞ্জন! এবছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা? কী ইঙ্গিত দিলেন শাহিদ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement