ক্যাকটাসের তিরিশ বছর! '৩০' সংখ্য়া নিয়ে বিশেষ উদ্দ্য়োগ সিধু-পটাদের

Last Updated:

Cactus 30: ক্যাকটাস সহ ৩০ বিশিষ্ট অতিথি শিল্পীদের মধ্য়ে থাকছেন উষা উত্থুপ, পন্ডিত তন্ময় বোস, রূপঙ্কর বাগচী, রূপম ইসলাম, অনুপম রায়, সোমলতা আচার্য্য, তিমির বিশ্বাস সহ আরও অনেকে...

#কলকাতা: তিরিশে পা ক্যাকটাসের। গানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার দিকেও নজর দলের।  গানে গানে ৩০ বছরের স্মরণীয় এক সফর পূর্ণ করল ব্য়ান্ড। এই বিশেষ জন্মদিনকে আরও স্মরণীয় করে তোলার জন্য রয়েছে একাধিক নতুন চমক। জমজমাট গানের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে থাকবে রক্তদান শিবির।
২৪ অগাস্ট ক্যাকটাস এর জন্মদিন। ক্যাকটাস এর তিরিশ জন অনুরাগী রক্তদান করে শুভ সূচনা করবেন এই উৎসবের। ২৪অগাস্ট থেকে ২৬অগাস্ট অনুষ্ঠিত হবে বাংলার নানা প্রান্ত থেকে বেছে নেওয়া তিরিশটা নতুন প্রজন্মের ব্যান্ডের পারফরমেন্স। অনুষ্ঠানটি হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণাসেন অডিটোরিয়ামে। ২৭ অগাস্ট মেগা ইভেন্ট নজরুল মঞ্চে 'ক্যাকটাস ৩০', সন্ধ্যা ৬টা থেকে। ক্যাকটাস সহ ৩০ বিশিষ্ট অতিথি শিল্পীদের পারফর্মমেন্স আলোড়ন সৃষ্টি করবে সেই মঞ্চে। থাকছেন উষা উত্থুপ, পন্ডিত তন্ময় বোস, অমিত দত্ত, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, অনিন্দ্য বোস, জোজো মুখোপাধ্যায়, রূপম ইসলাম, অনুপম রায়, সোমলতা আচার্য্য, তিমির বিশ্বাস, সাকি, বুটি, বাম্পি, লক্ষিছাড়া, উজ্জয়িনী মুখোপাধ্যায় সহ আরো অনেকে। আরও থাকছে তিরিশ জন এইচআইভি এইডস আক্রান্ত শিশুদের নিয়ে এক সচেতনতার বার্তা।
advertisement
advertisement
ক্যাকটাস এর জার্নি শুরু হয় তিরিশ বছর আগে। প্রথম অ্যালবাম "ক্যাকটাস" ১৯৯৯, প্রকাশ পায় এইচ. এম.ভি থেকে। 'হলুদ পাখি'-এর মতো জনপ্রিয় গান এই অ্যালবামেরই ফসল। পরের কাজ 'নীল নির্জনে'। ছবির গানেও সমান জনপ্রিয়তা পায় এই অ্যালবাম। টাইটেল গান ছাড়াও 'নোয়ার নৌকা' সবার মুখে  মুখে ঘোরে। ২০০৪ এ 'রাজার রাজা', ২০০৮ এ 'তুচ্ছ', ২০১৩ এ 'ব্লা ব্লা ব্লা', ২০১৯ তবুও ঠিক আছে বিশেষ ভাবে উল্যেখযোগ্য অ্যালবাম। পরে সিঙ্গেলস এর জমানায় ২০২১ এ 'ছি: ছি: ছি:', বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক কার্যকলাপ মাথায় রেখে এক শ্লেষাত্বক রচনা।
advertisement
আসছে নতুন গান 'খোদা জানে না'। বর্তমানে ক্যাকটাস বলতে ড্রামসে অর্নব, বাস গীটারে প্রশান্ত, গীটারে সম্রাট, বৈদুর্য্য, কিবোর্ডে সায়ন্তন, আর গানে সিধু ও পটা। এই আয়োজন নিয়ে সিধু ও পটা বললেন, " তিরিশ বছর তাই সব বিষয়ে আমরা তিরিশ সংখ্যাটা মাথায় রেখে পুরো উদযাপনকে সাজিয়েছি। সে তিরিশজন রক্তদাতা থেকে, তিরিশটা ব্যান্ডের পারফরমেন্স, তিরিশজন বিশেষ অতিথি শিল্পীর পারফরমেন্স থেকে তিরিশ জন এইডস আক্রান্ত শিশুদের নিয়ে সচেতনতার বার্তা দেওয়া। আমাদের এই উৎসব গান-বাজনার পাশাপাশি কিছু সামাজিক কাজের দিকেও অঙ্গীকারবদ্ধ। সামাজিক কাজ আমরা এর আগে জন্মদিন ছাড়া অন্য সময়েও করেছি। এই বিশেষ উদযাপন সুন্দর ভাবে সম্পন্ন হোক এই কামনা করছি। সকল অনুরাগী শিল্পী বন্ধুদের এই পথ চলায় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও এভাবেই সবাইকে পাশে পাব। "
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্যাকটাসের তিরিশ বছর! '৩০' সংখ্য়া নিয়ে বিশেষ উদ্দ্য়োগ সিধু-পটাদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement