প্রথম ঝলক সোনম কাপুরের পুত্রসন্তানের! মাসি রিয়ার চোখের কোণে জল, আবেগে ভাসল পরিবার

Last Updated:

Sonam Kapoor baby: সম্প্রতি, সোনম কাপুরের বোন রিয়া কাপুর সোশ্যাল মিডিয়ায় পুত্রসন্তানের ছবি শেয়ার করেছেন

#মুম্বই: মা হলেন সোনম কাপুর। সন্তানের জন্ম দিলেন শনিবার দুপুরে। সুখবর দিলেন অভিনেত্রী এবং রণবীর কাপুরের মা নীতু কাপুর এবং পরিচালক ফারাহ খান।
পুত্রসন্তানের জন্ম দিলেন বলি নায়িকা সোনম এবং ব্যবসায়ী আনন্দ আহুজা। সোনমের মা সুনিতা কাপুর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। দাদু হওয়ার আগে থেকেই আনন্দে আত্মহারা ছিলেন অনিল কাপুর। কাপুর পরিবারে খুশির হাওয়া।
View this post on Instagram

A post shared by Rhea Kapoor (@rheakapoor)

advertisement
advertisement
আজ সেই খুশি ছড়িয়ে পড়ল দর্শকদের মাঝেও। সম্প্রতি, সোনম কাপুরের বোন রিয়া কাপুর সোশ্যাল মিডিয়ায় পুত্রসন্তানের ছবি শেয়ার করেছেন। সেইখানে একটা আবেগপূর্ণ ক্যাপশন রয়েছে। তাতে লেখা, "রিয়া মাসি ঠিক নেই। কিউটনেস খুব বেশি। মুহূর্তটি অবাস্তব। আমি তোমাকে ভালোবাসি @সোনামকাপুর সবচেয়ে সাহসী মা এবং @আনন্দহুজা সবচেয়ে প্রেমময় বাবা। বিশেষ উল্লেখ নতুন দিদাকে @kapoor.sunita #mynephew #everydayphenomenal." একে একে মালাইকা আরোরা, মিরা কাপুর, ভূমি পেডনেকর, খুশি কাপুর, সানায়া কাপুর থেকে আরও অনেকে কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
advertisement
প্রসঙ্গত, সাড়ে আট মাসের মাথাতেই মা হলেন অনিল-কন্যা। গত মার্চ মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। লন্ডনের বাড়িতে সোনমের সাধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই। এ বার সেই অপেক্ষার অবসান। ঘরে এল একরত্তি ছেলে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রথম ঝলক সোনম কাপুরের পুত্রসন্তানের! মাসি রিয়ার চোখের কোণে জল, আবেগে ভাসল পরিবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement