'ভুঁয়ো কাস্টিং এজেন্ট'-এর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন একতা

Last Updated:

Ekta Kapoor: "ভুঁয়ো কাস্টিং এজেন্ট", এক সংস্থা তাঁর নাম ব্যবহার করে কল করেন এবং উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাদের প্রোডাকশনে কাজ দেওযার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করেন...

#মুম্বই: বলিপাড়ার জনপ্রিয় পরিচালক একতা কাপুর দারস্থ হলেন পুলিশের। কী কারণ? "ভুঁয়ো কাস্টিং এজেন্ট", এক সংস্থা তাঁর নাম ব্যবহার করে কল করেন এবং উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাদের প্রোডাকশনে কাজ দেওযার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন পরিচালক নিজেই।
রবিবার একতা এবং তাঁর সংস্থাগুলি বালাজি টেলিফিল্ম লিমিটেড এবং এএলটি ডিজিটাল এন্টারটেইনমেন্ট একটি বিবৃতি জারি করে বলেছে যে তাঁরা কখনই কোনও প্রার্থীর কাছ থেকে অর্থ দাবি করেননি। কোম্পানি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং সন্দেহজনক কাস্টিং কলগুলি রিপোর্ট করার জন্য লোকদের অনুরোধ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, "এটা আমাদের নজরে এসেছে যে কিছু লোক আর্থিক এবং অন্যান্য লাভের জন্য বালাজি টেলিফিল্ম লিমিটেড অথবা ALT ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের কাস্টিং এজেন্ট হিসাবে নিজেকে দাবি করার জন্য জাল নথি ব্যবহার করে মিথ্যা উপস্থাপন করছে৷ বালাজি টেলিফিল্ম লিমিটেডের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে৷ এই ধরনের মানুষ"।
advertisement
advertisement
সেখানে আরও বলা আছে, "এই ধরনের লোকেদের সঙ্গে চুক্তি করার জন্য যে কোনও ব্যক্তিকে নিজের ঝুঁকিতে কাজ করতে হবে। বালাজি টেলিফিল্ম লিমিটেড, ALT ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং মিসেস একতা আর কাপুর এই ক্ষতির জন্য দায়বদ্ধ থাকবে না। এতদ্বারা স্পষ্ট করা হল যে বালাজি টেলিফিল্ম লিমিটেড, ALT ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং মিসেস একতা আর কাপুর কখনও কোনও প্রার্থীর কাছে অর্থ দাবি করেনি বা দাবি করবে না।"
advertisement
এইরকম কোনও অভিযোগ এলে balajicasting@balajitelefilms.com-এই মেইল আইডিতে আপনি জানাতে পারেন। এমনটাই জানালেন পরিচালক।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'ভুঁয়ো কাস্টিং এজেন্ট'-এর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন একতা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement