'পুষ্পা'-এর দ্বিতীয় সিক্যুয়েলে আল্লু অর্জুন-রশ্মিকা মান্দানারা অভিনয় করবেন পশ্চিমবাংলার মাটিতে

Last Updated:

Allu Arjun: তবে আপনি কি জানেন এই সিনেমার শ্যুটিং হয়েছে এই বাংলায়? বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে গিয়ে শ্যুট করবেন আল্লু অর্জুন আর দল

#কলকাতা: জনপ্রিয় তেলুগু সিনেমা 'পুষ্পা দ্য রাইস' বলিউডে বেশ সুনাম কুড়িয়েছিল। এবার আসছে তারই দ্বিতীয় সিক্যুয়েল, 'পুষ্প: দ্য রুল'। সবচেয়ে প্রত্যাশিত তেলেগু সিনেমাগুলির মধ্যে একটি এটি। একটি প্রথাগত পুজোর সঙ্গে ছবির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ছবিগুলি অনলাইনে আসার সঙ্গে সঙ্গেই ভক্তরা বেপরোয়া হয়ে উঠেছে। যদিও পুজোটা তারকা ছাড়াই একটি ছোট্ট অনুষ্ঠান ছিল। আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমার বর্তমানে নিউইয়র্কে রয়েছেন একটি অনুষ্ঠান করার জন্য।
ভক্তরা আগামী ছবি 'পুষ্পা: দ্য রুল'-এর জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। তবে আপনি কি জানেন এই সিনেমার শ্যুটিং হয়েছে এই বাংলায়? বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে গিয়ে শ্যুট করবেন আল্লু অর্জুন আর দল। পশ্চিমবঙ্গের তথ্য অনুসারে দক্ষিণ বাঁকুড়ার খাতরায় সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অংশের শ্যুটিং হতে চলেছে সম্প্রতি। আল্লু অর্জুন সেখানে সামান্য কিছু সিনেরই শ্যুটিং করবেন। একটা বড় যুদ্ধক্ষেত্র তৈরি হবে বাঁকুড়ার মাঠেই।
advertisement
advertisement
পরের বছরের শুরুতেই শ্যুটিং শুরু হবে। পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তরা ভীষণই উচ্ছ্বসিত। একবার যদি চোখের দেখা দেখতে পায় তাঁদের অ্যাকশন হিরোকে।
advertisement
বক্সঅফিসে তুমুল হিট হওয়ার পর পুষ্পার তারকা জুটি আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা ফের একসঙ্গে শ্যুট করবেন বাংলার মাটিতে। 'পুষ্প: দ্য রুল'-এ অভিনেতা ফাহাদ ফাসিল কুট আইপিএস অফিসার ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে ফের অভিনয় করবেন। পুষ্প এবং ভানওয়ার সিং-এর মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকায় আসন্ন অ্যাকশন এন্টারটেনার সিকোয়েন্সে পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। তাঁদের প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা দুই-বিভাগের এই সিরিজের একটি মহাকাব্যিক উপসংহার দেখাতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'পুষ্পা'-এর দ্বিতীয় সিক্যুয়েলে আল্লু অর্জুন-রশ্মিকা মান্দানারা অভিনয় করবেন পশ্চিমবাংলার মাটিতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement