মসজিদের ছবি তোলেন এবং মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তমলুকের মহকুমাশাসক শৌভিক ভট্টাচার্য। মসজিদ সরজমিনে খতিয়ে দেখার পর মহকুমা শাসক জানান, মসজিদের পাশে বহুতল বাড়িটি প্ল্যান অনুযায়ী একতলার বেশি বানানো হয়েছে এবং ওই বাড়ি তৈরীর কারণেই ফাটল তৈরি হয়েছে কিনা তা ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করানো হবে।
আরও পড়ুনঃ দূষণ নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হলদিয়া পৌরসভা
advertisement
এছাড়াও মহকুমা শাসক শৌভিকভট্টাচার্য ওই বহুতল বাড়ির মালিকের বিরুদ্ধে পৌরসভাকে নির্দেশ দিয়েছে নোটিশ পাঠানোর। এ বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, 'অনুমতি পাওয়া বাড়ির প্ল্যান অনুযায়ী বাড়িটি একতলার বেশি নির্মাণ হয়েছে।
আরও পড়ুনঃ লক্ষ্য ৫ হাজার, ৫০০ তম বটবৃক্ষের চারা রোপণ ইডেন গার্ডেন্সের সামনে!
বাড়ির মালিককে নোটিশ পাঠানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে নোটিশের উত্তর বাড়ির মালিককে দিতে হবে। বাড়ির মালিক উত্তর না দিলে মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'
Saikat Shee