হলদিয়া শিল্পাঞ্চল শহরে শ্রমিকদের প্রতি বঞ্চনার অভিযোগ ওঠে বিভিন্ন কল কারখানায়। মজুরি সংক্রান্ত সমস্যার কথা এবার সরাসরি থানায় এসে নিজেরাই অভিযোগ জানাতে পারবে। এছাড়াও কর্মক্ষেত্রের শ্রমিকরা যেকোনো ধরনের সমস্যায় পড়লে তা এই হেল্পডেস্কে এসে জানালে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট থানা থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার এন শ্রদ্ধা পান্ডে।
advertisement
আরও পড়ুনঃ বাড়ির বাগানে বিপন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বাঁচিয়ে রেখে জীব বৈচিত্রের পাঠ!
প্রসঙ্গত, বিভিন্ন কল কারখানার শ্রমিক সংগঠনের বিরুদ্ধে বরাবরই শ্রমিকদের মজুরি সংক্রান্ত বঞ্চনার অভিযোগ ওঠে। এ নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি লেগেই আছে হলদিয়া শিল্পাঞ্চল শহরে। শিল্পাঞ্চল শহরের শ্রমিকদের কথা ভেবেই পুলিশের এই উদ্যোগ।
আরও পড়ুনঃ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে পঠন পাঠন শুরু নিয়ে অনিশ্চয়তা
চারটি থানায় লেবার হেল্পডেস্ক চালু হওয়ায় খুশি শিল্পাঞ্চল শহরের শ্রমিকেরা। শিল্পাঞ্চল শহরের এক কারখানা শ্রমিক জানান, 'কর্ম ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও মজুরি সংক্রান্ত সমস্যা রয়েছে। এই হেল্পডেস্ক আমাদের জন্য উপকারী হবে।'
Saikat Shee