TRENDING:

Purba Medinipur:  হলদিয়া মহকুমার চারটি থানায় লেবার হেল্প ডেস্ক চালু

Last Updated:

শিল্পাঞ্চল শহরের শ্রমিকদের সুবিধার্থে হলদিয়া মহাকুমার চারটি থানায় শুরু হল লেবার হেল্প ডেস্ক। পূর্ব মেদিনীপুর জেলার তথা পশ্চিমবাংলার অন্যতম শিল্পাঞ্চল শহর হল হলদিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: শিল্পাঞ্চল শহরের শ্রমিকদের সুবিধার্থে হলদিয়া মহাকুমার চারটি থানায় শুরু হল লেবার হেল্প ডেস্ক। পূর্ব মেদিনীপুর জেলার তথা পশ্চিমবাংলার অন্যতম শিল্পাঞ্চল শহর হল হলদিয়া। হলদিয়ায় ছোট-বড় শিল্পগোষ্ঠীর প্রায় ৪০ থেকে ৫০ টি কারখানা রয়েছে। এই কল-কারখানা গুলিতে হলদিয়া বা তার আশেপাশের অঞ্চলের বহু মানুষ কাজ করেন। এছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে মানুষ আসেন শিল্প শহরের কাজের জন্য। শিল্পাঞ্চল শহরে বিভিন্ন কারখানায় কাজ করতে আসা শ্রমিকদের অভাব-অভিযোগ সমস্যার কথা শুনবে এবার থানা। হলদিয়া মহাকুমার চারটি থানায় শুরু হয়েছে শ্রমিকদের সহায়তা করার জন্য হেল্প ডেস্ক। সুতাহাটা, হলদিয়া দুর্গাচক ও ভবানীপুর থানায় হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই লেবার হেল্প ডেস্ক। সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা করে খোলা থাকবে হেল্প ডেস্ক।
advertisement

হলদিয়া শিল্পাঞ্চল শহরে শ্রমিকদের প্রতি বঞ্চনার অভিযোগ ওঠে বিভিন্ন কল কারখানায়। মজুরি সংক্রান্ত সমস্যার কথা এবার সরাসরি থানায় এসে নিজেরাই অভিযোগ জানাতে পারবে। এছাড়াও কর্মক্ষেত্রের শ্রমিকরা যেকোনো ধরনের সমস্যায় পড়লে তা এই হেল্পডেস্কে এসে জানালে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট থানা থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার এন শ্রদ্ধা পান্ডে।

advertisement

আরও পড়ুনঃ বাড়ির বাগানে বিপন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বাঁচিয়ে রেখে জীব বৈচিত্রের পাঠ!

প্রসঙ্গত, বিভিন্ন কল কারখানার শ্রমিক সংগঠনের বিরুদ্ধে বরাবরই শ্রমিকদের মজুরি সংক্রান্ত বঞ্চনার অভিযোগ ওঠে। এ নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি লেগেই আছে হলদিয়া শিল্পাঞ্চল শহরে। শিল্পাঞ্চল শহরের শ্রমিকদের কথা ভেবেই পুলিশের এই উদ্যোগ।

advertisement

আরও পড়ুনঃ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে পঠন পাঠন শুরু নিয়ে অনিশ্চয়তা

চারটি থানায় লেবার হেল্পডেস্ক চালু হওয়ায় খুশি শিল্পাঞ্চল শহরের শ্রমিকেরা। শিল্পাঞ্চল শহরের এক কারখানা শ্রমিক জানান, 'কর্ম ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও মজুরি সংক্রান্ত সমস্যা রয়েছে। এই হেল্পডেস্ক আমাদের জন্য উপকারী হবে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur:  হলদিয়া মহকুমার চারটি থানায় লেবার হেল্প ডেস্ক চালু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল