TRENDING:

High Tide In Digha : বিরাট ঢেউ দিঘায়! কয়েকতলা বাড়ির সমান! যা হাল হল পর্যটকদের! দেখুন

Last Updated:

High Tide In Digha: দিঘায় এদিন জোয়ারের ঢেউতে যা ঘটল দেখুন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: দিঘায় এদিন জোয়ারের সময় প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেল। আর জলোচ্ছ্বাসে ভিজে আনন্দে আত্মহারা পর্যটকেরা। জেলা তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা বর্ষা সহ সব ঋতুতেই সমান জনপ্রিয় পর্যটকদের কাছে। বর্ষাকালের বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে হাওয়া দোসর! জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠে সমুদ্রের জল। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে দিঘা সৈকত সরণির গার্ড ওয়ালে। সৈকত সরণিতে দাঁড়িয়ে পর্যটকেরা সমুদ্র স্নানের মজা নিল আত্মীয়-পরিজন বন্ধুদের সঙ্গে।
advertisement

চলতি উইকন্ডে দিঘায় পর্যটকের সংখ্যা কম। কারণ রাত পোহালেই রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন। দিঘা সমুদ্র সৈকত সরণিতে পর্যটকদের ভিড় বর্ষাকলের অন্যান্য উইকেন্ড থেকে অনেকটাই কম। এদিন দুপুরে জোয়ারের সময় ফুলে ওঠে সমুদ্রের জল। বাতাসের কারণে উত্তাল হয় সমুদ্র। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করে দিঘা পুলিশ প্রশাসন। সেইমত নুলিয়ারা মাইকিং করে পর্যটকদের সতর্ক করে। উত্তাল সমুদ্রের নামতে না পারলেও পর্যটকদের মনে বিন্দুমাত্র আক্ষেপ নেই জলোচ্ছ্বাসের কারণে।

advertisement

আরও পড়ুন: বাড়িতে বাজ পড়বে না! বজ্রপাত থেকে বাঁচতে ঘরে রাখুন এই জিনিস! জানুন

আরও পড়ুন:

View More

সমুদ্রের জলোচ্ছ্বাস বর্ষাকালে দিঘায় পর্যটকদের আরও বেশি আকর্ষণীয় করে তোলে। সমুদ্রের এই ভয়ঙ্কর সুন্দর রূপে মজে ওঠে পর্যটকেরা। সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ দেখতে সৈকত সরণিতে হাজির হয় পর্যটকেরা। মরশুমের বৃষ্টির সঙ্গে হাওয়া, জোয়ারের সময় উত্তাল সমুদ্র। বড় বড় ঢেউ গার্ড ওয়াল টপকে আছড়ে পড়ে সৈকত সরণিতে। উত্তাল সমুদ্রে নেমে সমুদ্র স্নানের মজা না নিতে পারলেও জলোচ্ছ্বাসের বড় বড় ঢেউয়ের ঝাপটায় সমুদ্র স্নানের তারিয়ে তারিয়ে উপভোগ করল পর্যটকেরা। দিঘায় আসা পর্যটকেরা জানিয়েছেন, ‘সমুদ্রের ভয়ংকর সুন্দর রূপ তাদের আকৃষ্ট করেছে। জলোচ্ছ্বাসের ঝাপটায় সমুদ্র স্নানের মজা নিতে পেরে খুব খুশি তারা। সৈকত সরণীতে দাঁড়িয়ে সমুদ্র স্নানের মজা নিয়ে জানালো দুধের স্বাদ মিটলো ঘোলে’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
High Tide In Digha : বিরাট ঢেউ দিঘায়! কয়েকতলা বাড়ির সমান! যা হাল হল পর্যটকদের! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল