Lightning Arrester: বাড়িতে বাজ পড়বে না! বজ্রপাত থেকে বাঁচতে ঘরে রাখুন এই জিনিস! জানুন
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Lightning Arrester: শুধু মানুষ নয়, বাজ পড়ে ক্ষতিগ্রস্ত হয় পশুপাখি থেকে শুরু করে গাছপালাও। শহরের তুলনায় গ্রামে বাজ পড়ার সংখ্যা অনেক বেশি।
বর্ষা আসার আগে থেকেই শুরু হয়েছে বজ্রপাত। বিভিন্ন এলাকায় বাজ পড়ে মানুষের মৃত্যু হচ্ছে। গবেষকদের একাংশ মনে করছেন ক্রমাগত বেড়ে চলা দূষণে বাজ পড়ার সংখ্যা বাড়িয়ে তুলছে। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ আবার বজ্রপাত প্রবণ এলাকার মধ্যে পড়ে। গত দু’বছরে বহু মানুষের মৃত্যু হয়েছে এই এলাকায়। photo source collected
advertisement
কিছু সাবধানতা অবলম্বন করা দরকার এজন্য। উঁচু বাড়ি বা অফিসে বজ্রনিরোধক বসানো দরকার। কারণ, এর ফলে বজ্রপাতের প্রভাব ও ক্ষয়ক্ষতি এড়ানো যায়। শুধু মানুষ নয়, বাজ পড়ে ক্ষতিগ্রস্ত হয় পশুপাখি থেকে শুরু করে গাছপালাও। শহরের তুলনায় গ্রামে বাজ পড়ার সংখ্যা অনেক বেশি। কারণ সেখানে উঁচু উঁচু বাড়ির সংখ্যা কম। উঁচু গাছে বাজ বেশি পড়ে। photo source collected
advertisement
advertisement
‘লাইটনিং কন্ডাক্টর’ বা বজ্র নিরোধক হল এক ধরনের যন্ত্র যা বজ্রপাতকে নিজের ভিতরে শোষণ করে। পরিবাহী পথের মাধ্যমে তাকে ভূগর্ভে পাঠিয়ে দেয়। একে লাইটনিং রড-ও বলা হয়। এটি মূলত তামার তৈরি একটি রড। এর দু’টি ভাগ থাকে। সাধারণত উঁচু বাড়ি নির্মাণের সময় দেয়ালে ইনস্টল করে দেওয়া হয়। এর উপরের অংশটি বাড়ির ছাদে লাগানো থাকে। বাড়ির উপর অনেকটা অংশ মাথা তুলে থাকে। photo source collected
advertisement
advertisement