তাদের দাবি, দীর্ঘদিন ধরে কাজে যুক্ত থাকার পরেও স্থায়ী ভাবে কাজে নিযুক্ত করা হচ্ছে না তাদের। এছাড়াও ব্যাঙ্কের ইচ্ছামতো তাদের স্থানান্তরিত করা হয়, বেতন বৃদ্ধির কথা ঘোষনা করা হলেও তা দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ করে ছাঁটাই, টাকার বিনিময়ে নতুন কর্মী নিয়োগ করা, কর্মরত অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের প্রাপ্য পাওনা দেওয়া হচ্ছে না, প্রভিডেন্ট ফান্ড ও ই এস আই এর টাকা এজেন্ট মারফট কেটে নেওয়া হলেও তা জমা করা হচ্ছে না, এরকম একগুচ্ছ অভিযোগে এদিন প্রতিবাদে সামিল হন সংগঠনের প্রতিনিধিরা।
advertisement
আরও পড়ুনঃ জেলা জুড়ে পালন হল রাখি বন্ধন উৎসব
সংগঠনের আহ্বায়ক অপূর্ব বন্দ্যোপাধ্যায় জানান, 'আমরা একটি অরাজনৈতিক সংগঠন। অস্থায়ী কর্মচারীদের দাবিদাওয়া পূরনের জন্য আমাদের এই আন্দোলন। সারা ভারতবর্ষের পাশাপাশি এই রাজ্যেও আমরা প্রতিবাদ জানিয়ে যাচ্ছি৷ কর্তৃপক্ষ যদি আমাদের আবেদনে সাড়া না দেয় অদূর ভবিষ্যতে ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা ব্যাহত হবে। আমরা প্রতিটি ব্যাঙ্কের রিজিওনাল অফিসে বিক্ষোভ দেখাব।'
Saikat Shee