এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক রামনগর এক ব্লকের বিডিওসহ অন্যান্য আধিকারিকগণ। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠানের সূচনা হল দিঘায় ৩ দিনের জন্য। এই অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত। সেখানে তুলে ধরা হবে রাজ্যের বিভিন্ন প্রকল্প। বিক্রি হবে স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পণ্যসামগ্রী। এছাড়াও জেলার শিল্পীদের নিয়ে প্রতিদিন সন্ধেয় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
advertisement
আরও পড়ুনঃ সামনে এল তমলুকের পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ
শুক্রবার ওল্ড দিঘার বিশ্ব বাংলা- ২ ঘাটে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মেলায় মূলত হস্তশিল্প ও স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পণ্যের বিক্রির জন্য বিভিন্ন স্টল রয়েছে। এছাড়াও লাইট অ্যান্ড সাউন্ড এর মাধ্যমে তথ্যচিত্র তুলে ধরা হয়েছে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কে। মেলায় রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের স্টল। যেমন লক্ষ্মীর ভান্ডার থেকে ১০০ দিনের কাজ আবার 'কৃষক বন্ধু' স্টল রয়েছে।
আরও পড়ুনঃ পাঁশকুড়ার সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য সুখবর
অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী জানান, 'বাংলা কথা বাঙালির গর্ব করার অনেক জিনিস রয়েছে সেই সবকে তুলে ধরার একটি প্রয়াস। মেলায় হস্তশিল্পী ও সহায়ক দলগুলির পণ্য সামগ্রী স্টল রয়েছে পর্যটক এর পাশাপাশি এলাকার মানুষজনদের বলব আপনারা মেলায় আছেন স্টল থেকে সেই সব জিনিসপত্র কিনুন। যাতে করে তাদের পাশে দাঁড়ানো যায়।' এছাড়াও তিনি বলেন দিঘাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
Saikat Shee