হলদিয়া দুর্গাচক রেলস্টেশনের পাশে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রসঙ্গত রেলস্টেশন একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন এখান থেকে ট্রেনে করে বহু মানুষ আছেন হলদিয়া শিল্পাঞ্চল শহরের বিভিন্ন কারখানায় কাজের উদ্দেশ্য। দুর্গাচক রেলস্টেশনের পাশে জলাশয়ে অজ্ঞাত পরিচয় মৃতদেহ এল কোথা থেকে তা নিয়ে ধন্দে পুলিশ। দুর্গাচক থানার পুলিশ ঐ অজ্ঞাত পরিচয় মৃতদের সঠিক পরিচয় জানতে তদন্ত শুরু করেছে।
advertisement
আরও পড়ুনঃ দুর্ঘটনায় পায়ের পাতা এফোঁড় ওফোঁড়! সফল অস্ত্রোপচারের মাধ্যমে বের হল রড
পুলিশ সূত্রে জানা যায় ওই মৃতদের পরিচয় জানতে বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সকালে এলাকায় তীব্র পচা গন্ধে মানুষের কৌতুহল জন্মায়। এলাকাবাসীরাই দুর্গাচক রেলস্টেশনের পাশের জলাশয়ে দেখতে পায়। এলাকাবাসীরাই দুর্গাচক থানায় খবর পাঠায়। তারপর দুর্গাচক থানার পুলিশ আসে। জলাশয় নেমে ওই অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ খুঁজতে ময়না তদন্তের জন্য পুলিশ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। কোথা থেকে মৃতদেহ জলাশয় এল তাও জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Saikat Shee