এ পর্যন্ত তাঁর নিজের হাতে লাগানো বটবৃক্ষের চারার সংখ্যা ৫০০ টি। তিনি ৫০০ তম বটবৃক্ষের চারা রোপণ করেন এদিন ক্রিকেটের নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেন্স এর সামনে। শিক্ষক শ্যামল জানার বাড়ি কাঁথির ছত্রধরা গ্রামে। তিনি কুলাইপুদিমা নিম্ন বুনিয়াদী স্কুলের শিক্ষক।
আরও পড়ুনঃ চাঁদা তুলে রাস্তা মেরামতের কাজ করল গ্রামবাসীরা
advertisement
স্কুলের শিক্ষকতা করার পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডের সঙ্গে যুক্ত তিনি। তাঁর কথায়, ,বিশ্বজুড়ে উষ্ণায়নের কারণে পৃথিবীবাসী চরম বিপদের মুখে। এর আরও মারাত্মক প্রভাব পড়বে আগামী প্রজন্মের ওপর। আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুনঃ চিত্রকরদের আঁকা পট ও রচনা করা গানের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা
একমাত্র গাছ লাগিয়ে তাকে বড় করে তোলার মাধ্যমেই ভারসাম্য বজায় থাকবে। আমার এই বৃক্ষরোপণের লড়াই চলতে থাকবে। যেদিন বিশ্বের সমস্ত মানুষ আন্তরিক ভাবে বৃক্ষরোপণ করবে সেই দিন পর্যন্ত।'
Saikat Shee