জানা গিয়েছে, প্রায় ৩০০ বছরের প্রাচীন৷ কোনও এক পূর্ব পুরুষের কাছে কুলদেবতা শ্যামসুন্দরকে রেখে গিয়েছিলেন পাঁচ জন ব্রাহ্মণ৷ তার পরে আর নিতে আসেননি৷ সেই ঘটনার পরই মন্দির তৈরি করে কুলদেবতা শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করা হয়৷ গড়ে ওঠে পুজো দালানও৷ বৈষ্ণব নই, কুলদেবতা শ্যামসুন্দরের প্রতিষ্ঠার পর থেকে বৈষ্ণব রীতি মেনেই পুজো হয়।সমুদ্র ও নদী মিলিয়ে মোট সাত রকম জলেই কালনার সেনবাড়ির মায়ের পুজো সম্পন্ন হয়। এই বাড়ির পুজোর ভোগেও বিশেষত্ব রয়েছে, সেন বাড়ির পুজোতে অন্নভোগের রেওয়াজ নেই। তবে দেবীর নৈবেদ্যে থাকে ঘিয়ের লুচি, বোঁদে, মিহিদানা, পান্তুয়া, গজা, মাখা সন্দেশ, কমলাভোগ-সহ মোট ১০ রকমের মিষ্টি ও রকমারি ফল।
advertisement
আরও পড়ুন: বাড়িতে সন্তান সম্ভবা স্ত্রী! স্বামীর জঙ্গি যোগ! ডায়মন্ড হারবার ও মুম্বই থেকে গ্রেফতার দুই!
পরিবারের সদস্য অভিজিৎ সেন বলেন , নথি ঘেঁটে যতটা জেনেছি তাতে বলা যায় , এক পূর্বপুরুষের কাছে কুলদেবতা শ্যামসুন্দরকে রেখে গিয়েছিলেন পাঁচ জন ব্রাহ্মণ৷ তার পরে আর নিতে আসেননি৷ সেই ঘটনার পরেই মন্দির তৈরি করে কুলদেবতা শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করা হয়৷ গড়ে ওঠে পুজো দালানও৷ আমরা বৈষ্ণব নই৷ কিন্ত্ত কুলদেবতা শ্যামসুন্দরের প্রতিষ্ঠার পর থেকে বৈষ্ণব রীতি মেনেই সব কিছু করা হয়৷ পরিবারের সদস্যরা দেশে -বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন৷ তবু পুজোর সময় সকলে মিলিত হন কালনার বাড়িতে৷ নাচে -গানে -হই হুল্লোড়ে পুজোর ক’টা দিন মুখরিত হয়ে ওঠে গোটা সেন বাড়ি৷
Malobika Biswas