Malda Railway Station: রেল বোর্ডের চেয়ারম্যানের পরিদর্শনের পরেই কাজে গতি! 'মিনি এয়ারপোর্ট'-এর চেহারা নেবে মালদহ টাউন স্টেশন, জানুন লেটেস্ট আপডেট
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Malda Railway Station: অপেক্ষার অবসান, অবশেষে শুরু হল মালদহ টাউন স্টেশনের অমৃত ভারত প্রকল্পের অধীনে সৌন্দর্যায়নের অসম্পূর্ণ কাজ। কয়েক বছর আগে কাজ শুরু হলেও মাঝে দীর্ঘদিন ধরে থমকে ছিল বাকি থাকা অধিকাংশ কাজ।
মালদহ, জিএম মোমিন: অপেক্ষার অবসান, অবশেষে শুরু হল মালদহ টাউন স্টেশনের অমৃত ভারত প্রকল্পের অধীনে সৌন্দর্যায়নের অসম্পূর্ণ কাজ। কয়েক বছর আগে কাজ শুরু হলেও মাঝে দীর্ঘদিন ধরে থমকে ছিল বাকি থাকা অধিকাংশ কাজ। ইতিমধ্যেই এয়ারপোর্টের আদলে তৈরি হয়েছে মালদহ টাউন স্টেশনের বিশ্রামাগার থেকে প্রবেশদ্বার। নতুনভাবে সেজেছে গোটা স্টেশন চত্বর। তবে বিভিন্ন কারণে মাঝপথে থমকে ছিল একাধিক কাজ। অবশেষে ভারতীয় রেলের চেয়ারম্যান অর্থাৎ সিইও এর পরিদর্শনের পর শুরু হল বাকি থাকা সৌন্দর্যায়নের কাজ।
ঝাঁ চকচকে প্রবেশদ্বার সম্পন্ন হলেও প্রবেশদ্বারের সামনে উদ্যান ও ভবনের একাধিক কাজ বাকি থাকায় নতুনভাবে সাজানো হচ্ছে উদ্যান ও স্টেশন ভবন। মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, “যাত্রী স্বাচ্ছন্দে মালদহ ডিভিশনের অধীনস্থ বিভিন্ন স্টেশনগুলো সাজানো হচ্ছে। মালদহ টাউন স্টেশনে একাধিক কাজ বাকি ছিল। তা নতুনভাবে করা হচ্ছে। কিছুদিন আগে রেল বোর্ডের চেয়ারম্যান মালদহ টাউন স্টেশন পরিদর্শন করে গেছেন। পরিদর্শনের পর তিনি নির্দেশ দিয়েছেন স্টেশনের বাকি থাকা কাজগুলো সম্পন্ন করার। নির্দেশ অনুযায়ী কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে কাজগুলো সম্পূর্ণ হবে।”
advertisement
আরও পড়ুন: পিকনিকে স্বরক্ষেপণ বিদ্যা, জাদুকর শিবপ্রসাদ মিশ্রের কামাল করা উপস্থাপন! দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনিও
advertisement
মালদহ স্টেশনে কাজের দায়িত্বে থাকা এক কর্মী উৎপল দেবনাথ জানান, “অমৃত ভারত প্রকল্পের অধীনে কাজ চলছে। প্রবেশদ্বারের সামনে থাকা উদ্যান সাজিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি প্লাটফর্ম ও ভবনের সামনে একাধিক রকম কাজ করা হচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্টেশন চত্বরের রাস্তা থেকে স্ট্রিট লাইট একাধিক রকম আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠছে মালদহ টাউন স্টেশন। প্রথম এক ঝলক দেখে মনে হবে যেন একেবারে এয়ারপোর্ট। অনেকে প্রথমবার দেখে পথ ভুলছেন স্টেশন চত্বরের সামনে এসে। নতুন রূপে সুসজ্জিত এই স্টেশন এখন জেলাবাসীর কাছে এক টুকরো এয়ারপোর্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 12, 2026 5:13 PM IST






