ঝাঁ চকচকে প্রবেশদ্বার সম্পন্ন হলেও প্রবেশদ্বারের সামনে উদ্যান ও ভবনের একাধিক কাজ বাকি থাকায় নতুনভাবে সাজানো হচ্ছে উদ্যান ও স্টেশন ভবন। মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, “যাত্রী স্বাচ্ছন্দে মালদহ ডিভিশনের অধীনস্থ বিভিন্ন স্টেশনগুলো সাজানো হচ্ছে। মালদহ টাউন স্টেশনে একাধিক কাজ বাকি ছিল। তা নতুনভাবে করা হচ্ছে। কিছুদিন আগে রেল বোর্ডের চেয়ারম্যান মালদহ টাউন স্টেশন পরিদর্শন করে গেছেন। পরিদর্শনের পর তিনি নির্দেশ দিয়েছেন স্টেশনের বাকি থাকা কাজগুলো সম্পন্ন করার। নির্দেশ অনুযায়ী কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে কাজগুলো সম্পূর্ণ হবে।”
advertisement
আরও পড়ুন: পিকনিকে স্বরক্ষেপণ বিদ্যা, জাদুকর শিবপ্রসাদ মিশ্রের কামাল করা উপস্থাপন! দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনিও
মালদহ স্টেশনে কাজের দায়িত্বে থাকা এক কর্মী উৎপল দেবনাথ জানান, “অমৃত ভারত প্রকল্পের অধীনে কাজ চলছে। প্রবেশদ্বারের সামনে থাকা উদ্যান সাজিয়ে তোলা হচ্ছে। পাশাপাশি প্লাটফর্ম ও ভবনের সামনে একাধিক রকম কাজ করা হচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্টেশন চত্বরের রাস্তা থেকে স্ট্রিট লাইট একাধিক রকম আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠছে মালদহ টাউন স্টেশন। প্রথম এক ঝলক দেখে মনে হবে যেন একেবারে এয়ারপোর্ট। অনেকে প্রথমবার দেখে পথ ভুলছেন স্টেশন চত্বরের সামনে এসে। নতুন রূপে সুসজ্জিত এই স্টেশন এখন জেলাবাসীর কাছে এক টুকরো এয়ারপোর্ট।





