বিশেষ করে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যমে মানুষের চাহিদা অনুযায়ী দ্রুতগতিতে অল্প বাজেটের কাজগুলি সম্পন্ন করা হচ্ছে। এই প্রকল্পে শুধু রাস্তা নির্মাণ নয়, নর্দমা সংস্কার, হাই মাস্ট লাইট বসানো থেকে শুরু করে একাধিক স্কুলঘরের মেরামতির কাজও হচ্ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৪০ হাজার টাকা থেকে শুরু করে আড়াই লক্ষ, তিন লক্ষ এমনকি চার লক্ষ টাকা বাজেটেরও একাধিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কাটোয়া পুরসভা এলাকায় মোট ৪৩৫টি উন্নয়নমূলক কাজ অনুমোদিত হয়েছে, যার মধ্যে প্রায় ২৫০টি কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাকি কাজগুলিও আগামী ১৫ জানুয়ারির আগেই সম্পূর্ণ হবে বলে আশাবাদী পুরসভা কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন: স্বামীজীর জন্মদিনে যুব দিবস উপলক্ষ্যে বিশেষ আয়োজন বেলুড় মঠে! মন ভাল করা সব ছবি রইল পর পর
কাটোয়া পুরসভার চেয়ারম্যান কমলা কান্ত চক্রবর্তী বলেন, “পৌরবাসীর চাহিদা রাস্তা, নর্দমা ,আলো। সেই কাজ যখন হচ্ছে মানুষ তো আনন্দিত হবেই। সকলের প্রত্যাশা পূরণের চেষ্টা করছে কাটোয়া পুরসভা। আগামী দিনেও কোনও সমস্যা থাকলে সেগুলোও সমাধান করা হবে।” একই সঙ্গে পথশ্রী প্রকল্পের আওতায় শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার হাইটেনিং বা উঁচু করার কাজও চলছে। বিশেষ করে কাটোয়া স্টেশন সংলগ্ন এলাকায় বর্ষাকালে জল জমার সমস্যা দীর্ঘদিনের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই সমস্যার স্থায়ী সমাধানে হাইটেনিং প্রোজেক্টের মাধ্যমে রাস্তাগুলি নতুন করে তৈরি করা হচ্ছে। গোয়েঙ্কা মোড় থেকে স্টেশন বাজার পর্যন্ত রাস্তা, এসডিও বাংলো থেকে চার নম্বর ওয়ার্ডের দিকে যাওয়া রাস্তা, মাধাইতলা এলাকার একাংশ এবং সুবোধ স্মৃতি রোড, এই সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় কাজ চলছে। শুধু বড় রাস্তা নয়, পাশাপাশি ছোট রাস্তাগুলিও নতুন করে তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে শহরজুড়ে যে ছবি ফুটে উঠছে, তা নিঃসন্দেহে কাটোয়া শহরের জন্য এক ইতিবাচক বার্তা।





