South24parganas News: বাড়িতে সন্তান সম্ভবা স্ত্রী! স্বামীর জঙ্গি যোগ! ডায়মন্ড হারবার ও মুম্বই থেকে গ্রেফতার দুই!

Last Updated:

South24parganas News: বাড়িতে সন্তান সম্ভবা স্ত্রী। জঙ্গি যোগ স্বামীর। ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার এক। আর একজনকে ধরা হয় মুম্বইতে!

#ডায়মন্ড হারবার: এবার জঙ্গিযোগে নাম জড়ালো ডায়মন্ড হারবারের। অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দু'জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত দুই জনের নাম সামীর হোসেন সেখ ও সাদ্দাম হোসেন খান। প্রথমে মুম্বই থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে ডায়মন্ড হারবারের বাসিন্দা ৩১ বছর বয়সী সামীর হোসেন সেখের খোঁজ পায় পুলিশ। সমীরের বাড়ি ডায়মন্ড হারবার থানার বাগদা চাঁদনগর দেউলপোতা এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, আট ভাই বোনের মধ্যে সেজো সামীর। অভাবের সংসারের হাল ধরতে বর্ধমান জেলার মেমারির একটি মাদ্রাসা থেকে মাধ্যমিক পাশ করে সামীর কলকাতায় একটা জুতো তৈরির কারখানায় কাজ করত। এরপর কাজ ছেড়ে পাঁশকুড়াতে মাওলানা হওয়ার জন্য পড়াশোনা করেন। গত দু'বছরের বেশি সময় ধরে ডায়মন্ড হারবারের আব্দালপুর মসজিদের ইমাম ছিলেন। বছরখানেক আগে বিয়ে করে সামীর। স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা। জঙ্গি যোগের খবর পেয়ে এসটিএফের তদন্তকারী অফিসারদের সঙ্গে নিয়ে দেউলপোতা গ্রামে সামীরের বাড়ি ঘিরে ফেলে ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে ও ডায়মন্ড হারবার থানার আইসি অনুদ্রুতি মজুমদার। তল্লাশি অভিযানের সময় বাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেছিল সামীর। পরে পুলিশের একটি দল গ্রামের ভেতরে অন্ধকারের মধ্যে গা ঢাকা দিয়ে থাকা সামীরকে গ্রেফতার করে।
advertisement
advertisement
পুলিশ সূত্রের খবর, সামীরের বাড়ি থেকে বেশকিছু নথি উদ্ধার করেছে এসটিএফের তদন্তকারীরা। পুলিশের অনুমান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট’ এর সঙ্গে প্রত্যক্ষ ভাবে যোগ ছিল সমীরের। পরে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক জনের সন্ধান পায় তদন্তকারী অফিসাররা। শুক্রবার এই ঘটনার পর থেকে গোটা দেউলপোতা গ্রাম ছিল থমথমে। সামীরের বাড়িতে ভিড় জমিয়েছিলেন গ্রামবাসীরা।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24parganas News: বাড়িতে সন্তান সম্ভবা স্ত্রী! স্বামীর জঙ্গি যোগ! ডায়মন্ড হারবার ও মুম্বই থেকে গ্রেফতার দুই!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement