TRENDING:

Purba Bardhaman News: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

Last Updated:

দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। নিত্য দিন কাজে বেরিয়ে হয়রানি শিকার হচ্ছেন বহু মানুষ। পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের মীরাপোতা থেকে খন্ডঘোষ ব্লকের ইন্দুটি পর্যন্ত রাস্তা কার্যত বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। নিত্য দিন কাজে বেরিয়ে হয়রানি শিকার হচ্ছেন বহু মানুষ। পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের মীরাপোতা থেকে খন্ডঘোষ ব্লকের ইন্দুটি পর্যন্ত রাস্তা কার্যত বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরেই। চলতি বছরে বর্ষাকালের আগেই শুরু হয়েছিল রাস্তা মেরামতির কাজ। তবে এখনও সেই কাজ অসম্পূর্ণ। এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। যার ফলে এই বেহাল দশা রাস্তা দিয়ে যেতে গিয়ে কার্যত নাজেহাল অবস্থা স্থানীয় বাসিন্দাদের।
advertisement

রাস্তার দু' ধারে বিঘের পর বিঘে জমি। তবে সে রাস্তা দিয়ে ধান ভর্তি গাড়ি যাওয়ায় যো নেই। কারণ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই বহুবার এই রাস্তায় দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানান, যে কন্ট্রাকটরের আন্ডারে কাজ হচ্ছিল তার তো দেখাই পাওয়া যায় না। বর্ষার আগে টুকটাক কাজ করে দিয়ে পাত্তাই নেই।

advertisement

আরও পড়ুনঃ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল মাছ বিক্রি! ক্ষতি হল লক্ষাধিক টাকা

কয়েকদিন আগে সামনেই একটি বিয়ে বাড়ি ছিল তাই সেখানে মাটি ফেলে দিয়ে ফের কাজ বন্ধ করে দিয়েছে। তারা জানেন না কবে এই রাস্তা পাকাপাকি ভাবে মেরামত হবে। এদিকে রাস্তার দুধারে ধান কাটার কাজ চলছে। কিন্তু এই রাস্তা দিয়ে ধান বোঝাই ট্রাক চলাচল করবে কি করে। ফলে ফলে জমির ধান মাথায় করে নিয়ে যেতে হবে চাষীদের।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল