TRENDING:

Marigold Cultivition: শুধু ধান, সবজি নয়! এবার চাষের ধরনে বদল আনতেই রোজগার বাড়ছে মেদিনীপুরের চাষিদের, জানুন কীভাবে

Last Updated:

সাধারণ চাষিরা ধান ও সবজির চাষের পাশাপাশি প্রধানত শীতকালে ফুল চাষের দিকে ঝুঁকছেন। ফুল চাষে লাভের হার বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার দাদপুর গ্রামে বেশিরভাগ ক্ষেতেই এখন গাঁদা ফুলের চাষ ও চারা তৈরির কাজ চলছে। না কোনও নার্সারিতে চারা গাছ বা ফুল লালন পালন নয়। সাধারণ চাষিরা ধান ও সবজির চাষের পাশাপাশি প্রধানত শীতকালে ফুল চাষের দিকে ঝুঁকছেন। ফুল চাষে লাভের হার বেশি। আর গাঁদাফুল বাঁচেও বেশিদিন আর শীতকালে ফুল এবং ফুল গাছের চারা দুই এরই চাহিদা থাকে তুঙ্গে।
advertisement

আর বিক্রিরও সুবিধা রয়েছে কোলাঘাট সহ আশেপাশের বিভিন্ন হাটেবাজারে কাজেই সবদিকের সুবিধা বিবেচনা করেই সাধারণ চাষিরা ফুলচাষের দিকে একটু বেশি ঝুঁকছেন। শীতকালজুড়ে বাহারি ফুলের নেশা অনেকেরই আছে। বহু মানুষ এই সময় রঙবেরঙের ফুলগাছ লাগান বাড়িতে। বাঙালির বাড়িতে শীতকালজুড়ে গাঁদা গাছ থাকেই। অনেকেই বাজার থেকে গাঁদা গাছের চারা কিনে বাড়িতে লাগান। আবার অনেকেই গাছ লাগান ও পরিচর্যা করার ঝক্কি থেকে বাঁচতে বাজার থেকেই ফুল কিনে তা পুজো বা বিভিন্ন অনুষ্ঠানে ঘর সাজানোর কাজে লাগান। আর সেই কারণে গাঁদা ফুলের চাহিদাও থাকে এইসময় ভাল। তাই চাষিরা ধান আলু চাষের পাশাপাশি জোর দিচ্ছেন গাঁদা ফুলের দিকে। মাঠ জুড়ে প্রচুর চারা লাগিয়েছেন।

advertisement

আরও পড়ুন: মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা, বারাসাতে বড় উদ্যোগ সাংসদের

রক্ত গাঁদা, চাপ গাঁদা, বাসন্তী গাঁদার চাষ হচ্ছে ক্ষেত জুড়ে। আবার ছোটো ছোটো চারাও তৈরি হচ্ছে বাজারে খুচরো বিক্রির জন‍্য। ইতিমধ্যেই ফুল আসা শুরু হয়ে গেছে। এগুলো বড় হলেই বাজারে পাইকারি ও খুচরো বিক্রি করবেন চাষিরা। সাধারণত পশ্চিম মেদিনীপুরের কোলাঘাট সহ আশাপাশের বাজারে, হাটে এইসব ফুল ও চারাগাছ বাজারজাত করেন চাষিরা। চাষিদের মতে গাঁদা ফুলচাষ লাভজনক বিশেষ করে যখন চাষিরা সঠিক পদ্ধতি ও যত্ন নিয়ে চাষ করেন। শুধু শীতকাল বলে নয় গাঁদা ফুল সারা বছর চাষ করা যায়, তবে শীতকাল হল সবচেয়ে উপযুক্ত সময়। আর গাঁদা ফুলের চাহিদা বেশি থাকে বাজারে, বিশেষ করে পুজো ও বিবাহের মরশুমে এই চাষের খরচ কম, তাই এটি একটি লাভজনক ব্যবসা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

এক চাষি জানান, বছর দশেক আগে থেকেই ফুল গাছের চাষ তিনি শুরু করেছেন। ধান চাষ ও আলু কিংবা সবজি চাষের খাটনি ও খরচের তুলনায় ফুল চাষে লাভটা একটু বেশি তাই তার দেখাদেখি অনেকেই এখন গাঁদা ফুলের চাষ করছেন। বর্তমানে তার বাগানে রক্ত গাঁদা, চাপ গাঁদা আর হলুদ গাঁদার চাষ হচ্ছে। গাঁদা ফুল চাষ করে অনেক কৃষক লাভবান হচ্ছেন। তাই গাঁদা ফুল চাষ একটি ভাল বিকল্প হতে পারে যারা কৃষিকাজে আগ্রহী এবং লাভজনক ব্যবসা খুঁজছেন তাদের জন‍্য। আর এই শীতকালই হচ্ছে তার সুবর্ণ সুযোগ।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Marigold Cultivition: শুধু ধান, সবজি নয়! এবার চাষের ধরনে বদল আনতেই রোজগার বাড়ছে মেদিনীপুরের চাষিদের, জানুন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল