Free Coaching: মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা, বারাসাতে বড় উদ্যোগ সাংসদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
'এমপি শিক্ষা মিশন' নামে একটি নতুন প্রকল্পের সূচনা করলেন তিনি, যার অঙ্গ হিসেবেই শুরু হল 'ফ্রি টিউশন ক্লাস’। জানুন কারা পাবেন সুবিধা
বারাসত, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দিতে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করতে অভিনব পদক্ষেপ নিলেন বারাসাতের তৃণমূল সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদার। এদিন ‘এমপি শিক্ষা মিশন’ নামে একটি নতুন প্রকল্পের সূচনা করলেন তিনি, যার অঙ্গ হিসেবেই শুরু হল ‘ফ্রি টিউশন ক্লাস’। বারাসাতের বিদ্যাসাগর সভাকক্ষে সাংসদের হাত ধরে এই বিশেষ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়।
প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ করে দেওয়া হবে। এলাকার স্বনামধন্য শিক্ষক-শিক্ষিকারা এই ক্লাসে পাঠদান করবেন। ড. কাকলি ঘোষ দস্তিদার জানান, এই উদ্যোগের লক্ষ্য, আর্থিক কারণে যেন কোনও মেধাবী ছাত্র-ছাত্রী পিছিয়ে না পড়ে। কারণ শিক্ষায় সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি।
advertisement
advertisement
পরিকল্পনা অনুযায়ী, প্রতি রবিবার উত্তর ২৪ পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজে একটি করে ক্লাস নেওয়া হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আগামী দিনে এই প্রকল্প আরও লাভ করবে বলেও আশা প্রকাশ করেন সাংসদ। আইএএস ও আইপিএস এর পড়ার জন্যও জেলার ছাত্র-ছাত্রীদের সুবিধা করে দিতে পরিকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এই প্রকল্প বারাসাত ও আশেপাশের এলাকার বহু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের নতুন করে স্বপ্ন দেখার সাহস দেখাবে। এখন দেখার বিষয়, এই উদ্যোগ কতটা বাস্তবে সাফল্য এনে দিতে পারে তার সঙ্গে শিক্ষাক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে কিনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 28, 2025 9:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Free Coaching: মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা, বারাসাতে বড় উদ্যোগ সাংসদের
