East Bardhaman Tourism: শীতের মরশুমে ঘুরতে যাওয়ার প্ল্যান? বর্ধমানের 'এই' জায়গা হোক আপনার ডেস্টিনেশন, প্রকৃতি সাজিয়েছে অন্যরূপে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
কথায় আছে, “রাখে হরি তো মারে কে”। ঠিক তেমনই এক আশ্চর্য দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমানের জনপ্রিয় চুপি পাখিরালয়ে।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কথায় আছে, “রাখে হরি তো মারে কে”। ঠিক তেমনই এক আশ্চর্য দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমানের জনপ্রিয় চুপি পাখিরালয়ে। দীর্ঘ কয়েক বছর ধরে কচুরিপানায় ঢেকে থাকা এই মনোরম পর্যটন কেন্দ্র হঠাৎই যেন ফিরে পেয়েছে পুরনো প্রাণচাঞ্চল্য। প্রকৃতির খেয়ালেই এবার কচুরিপানা সরে গিয়ে নতুন প্রাণ ফিরেছে ছাড়িগঙ্গা বিলে। চুপি পাখিরালয় রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। বিশেষ করে শীতের মরশুমে অসংখ্য পরিযায়ী পাখির আগমনে এই এলাকা যেন হয়ে ওঠে পক্ষীপ্রেমীদের স্বর্গ।
কিন্তু গত কয়েক বছরে সেই রূপ হারিয়ে ফেলেছিল চুপি। বিলজুড়ে কচুরিপানার দখলের কারণে কমেছিল পরিযায়ী পাখির সংখ্যা। কচুরিপানার কারণে নৌকা মাঝিদেরও দারুণ সমস্যার মুখে পড়তে হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে আবেদন জানান হলেও কোনও উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। শেষমেশ নিজেরাই চাঁদা তুলে কচুরিপানা পরিষ্কারের কাজে নেমেছিলেন মাঝিরা। কিন্তু এবারের দৃশ্য একেবারে অন্যরকম। টানা বৃষ্টিপাত ও প্রবল হাওয়ার দাপটে নিজে থেকেই ভেসে গেছে কচুরিপানা! এখন বিলজুড়ে আবার দেখা মিলছে পরিষ্কার জলের, আর সেই সঙ্গেই ফিরছে প্রকৃতির পুরানো ছন্দ।
advertisement
আরও পড়ুন: চন্দননগর, কৃষ্ণনগর নয়! বর্ধমানেও জমজমাট জগদ্ধাত্রী পুজো, ২৬ ফুটের প্রতিমা ঘিরে আনন্দের শেষ নেই
advertisement
পূর্ব বর্ধমানের ওই এলাকার নৌকা মাঝি পীযূষ হালদার বলেন, “সামনের অংশের পানা পরিষ্কার হয়েছে বৃষ্টির জল উঠে যাওয়ার জন্য এবং হাওয়ার কারণে। তবে হাওয়া দিলে আবার চলে আসার সম্ভাবনা আছে। সামনের দিকে কিছু পানা এখনও আছে সেগুলোও কিছুদিন পর আমরাই পরিষ্কার করবো।” ইতিমধ্যেই দেখা মিলছে বিভিন্ন পরিযায়ী পাখির। অস্প্রে, গাডওয়াল, রেড ক্রেস্টেড পচার্ড-সহ নানা প্রজাতির পরিযায়ী পাখির দেখা মেলে এই জায়গায়। নৌকা মাঝিদের মুখেও ফিরেছে হাসি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নৌকা মাঝি মুজিবুল শেখ বলেন, “আশা করছি এবারে পাখি এবং পর্যটক দুটোই বাড়বে। পর্যটকরা ভালভাবে ঘুরতে পারবেন। বছরখানেক আগে যেভাবে পাখি দেখা যেত,ছবি উঠতো সেইরকম এবারেও হবে আশা করছি।” তাঁদের কথায়, “বছরখানেক আগেও যেখানে জল দেখা যেত না, এখন সেই বিল আবার আগের মতো ঝকঝকে, নিশ্চয়ই এবার পাখি আসবে অনেক।”
advertisement
তবে সমস্যা পুরোপুরি কাটেনি। ছাড়িগঙ্গার ভেতরের কিছু অংশ এখনও কচুরিপানায় ঢাকা। মাঝিরা জানিয়েছেন, অচিরেই নিজেরাই সেই অংশগুলোও পরিষ্কার করবেন। তবে আশঙ্কা একটাই, আবার যদি হাওয়ার দাপটে পানা সামনে চলে আসে, তাহলে ফের শুরু হবে বিপত্তি। স্থানীয়দের দাবি, জেলার এই গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রের রক্ষণাবেক্ষণে প্রশাসনের নজরদারি একান্ত প্রয়োজন। একাধিকবার আশ্বাস মিললেও কচুরিপানা সমস্যার স্থায়ী সমাধানে এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে আপাতত চুপির আকাশে ভাসছে আশার রঙ। প্রকৃতির নিজের হাতে গড়া এই ‘পরিষ্কার অভিযান’ এর ফলে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ছাড়িগঙ্গা বিল। এবছর পাখি এবং পর্যটকদের সংখ্যা ব্যাপক হারে বাড়বে বলেই সকলে আশাবাদী।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 28, 2025 8:45 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
East Bardhaman Tourism: শীতের মরশুমে ঘুরতে যাওয়ার প্ল্যান? বর্ধমানের 'এই' জায়গা হোক আপনার ডেস্টিনেশন, প্রকৃতি সাজিয়েছে অন্যরূপে
