Jagadhatri Puja: চন্দননগর, কৃষ্ণনগর নয়! বর্ধমানেও জমজমাট জগদ্ধাত্রী পুজো, ২৬ ফুটের প্রতিমা ঘিরে আনন্দের শেষ নেই

Last Updated:

দুর্গা দেবীর আরাধনা না করাতে পারলেও আজ থেকে প্রায় ১৬ বছর আগে পাড়ার সকলে মিলে শুরু করেন দেবী জগদ্ধাত্রীর আরাধনা।

+
জগদ্ধাত্রী

জগদ্ধাত্রী পুজো

নান্দুর, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: পাড়ায় হয় না কোনও দুর্গাপুজো। পুজোয় তাদের ব্যবসার চাহিদা থাকত তুঙ্গে। তাই কর্ম ব্যস্ততার মাঝে সময় পেতেন না দুর্গাপুজোর আয়োজন করার। তবে আনন্দটা ভুলে যায়নি। দুর্গা দেবীর আরাধনা না করাতে পারলেও আজ থেকে প্রায় ১৬ বছর আগে পাড়ার সকলে মিলে শুরু করেন দেবী জগদ্ধাত্রীর আরাধনা। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই আনন্দে মেতে ওঠেন বর্ধমানের এই পাড়ার বাসিন্দারা। চার দিন ধরে চলে পুজো, বাড়িতে বাড়িতে হয় আত্মীয় সমাগম। প্রতিমা তৈরি থেকে মণ্ডপসজ্জা সবই করেন পাড়ার সকলে মিলে।
জগদ্ধাত্রী পুজো বলতেই মনে পড়ে চন্দননগর অথবা কৃষ্ণনগরের কথা, কিন্তু বর্ধমানের এই গ্রামের তাঁতিপাড়াতেও ধুমধাম করে হয় জগদ্ধাত্রী পুজো। সকলে মেতে ওঠেন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে, বাড়িতে বাড়িতে হয় আত্মীয় সমাগম। পাড়াতেই গড়ে উঠেছে ২৬ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা। পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকার নান্দুর গ্রামের তাঁতিপাড়া। একসময় এই গ্রামের সকলেই তাঁত বোনার কাজ করতেন। দুর্গাপুজোর সময় থাকত চরম-কর্ম ব্যস্ততা তাই আনন্দ করতে পারতেন না পুজোয়। নতুন জামা কাপড় কেনা, ভাল-মন্দ খাওয়া, পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া কোনটাই হত না তাদের। তাই আজ থেকে প্রায় ১৬ বছর আগে পাড়ার সকলে মিলে ঠিক করেন, দুর্গাপুজোয় আনন্দ হয় না তো কী হয়েছে, আমরা জগদ্ধাত্রী পুজো করব। আর তখন থেকেই তাঁতিপাড়া শুরু হয় জগদ্ধাত্রী পুজো, পাড়াতেই গড়া হয় দেবী প্রতিমা।
advertisement
advertisement
প্রথমদিকে ছোট করে পুজো হলেও এখন বড় করে করা হয় এই পুজো। মণ্ডপসজ্জা থেকে দেবীকে সাজানো সবই করেন পাড়ার সকলে মিলে। তাই দুর্গাপুজোয় নয় জগদ্ধাত্রী পুজোতে মেতে ওঠেন পাড়ার সকলে। দুর্গাপুজোর মতোই চার দিন ধরে চলে পুজো। নবমীতে হয় কুমারী পুজো। বাড়িতে বাড়িতে হয় আত্মীয় সমাগম।পাশাপাশি পুজোর চার দিন আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।বর্তমানে অনেকেই এই পেশার সঙ্গে যুক্ত না থাকলেও একইভাবে আজও পূর্ব বর্ধমানের তাঁতিপাড়ায় চলে আসছে জগদ্ধাত্রী পুজো।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধনঞ্জয় গুঁই বলেন, “দুর্গাপুজোর সময় কাজের চাপ থাকে। তাই কাজ বন্ধ করে আনন্দ করা হয়ে ওঠে না কিন্তু জগধাত্রী পুজোর সময় পাঁচ দিন বন্ধ থাকে কাজ পাড়ার সকলে মিলে একসঙ্গে আনন্দে মেতে উঠি।” বর্তমানে অনেকেই আর এই পেশার সঙ্গে যুক্ত নন। কেউ কেউ করেন চাষবাস আবার কেউ করেন অন্যান্য ব্যবসা তবে আজও এই পাড়ায় হয় না কোনও দুর্গাপুজো। এখনও এভাবেই  জগদ্ধাত্রী পুজো উপলক্ষেই আনন্দে মেতে ওঠে গোটা পাড়া।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja: চন্দননগর, কৃষ্ণনগর নয়! বর্ধমানেও জমজমাট জগদ্ধাত্রী পুজো, ২৬ ফুটের প্রতিমা ঘিরে আনন্দের শেষ নেই
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement