ইতমধ্যেই এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টানেলের বাইরে লাগানো হয়েছে নোটিশ। টানেল সংস্কারের ফলে বর্তমানে সাধারণ মানুষকে ঘুরপথে যেতে হচ্ছে। এই বিষয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান, অনেক আগেই কাজ শুরু হয়েছে। টেন্ডার হয়েছিল আগেই। প্রায় সাত লক্ষ টাকার কাছাকাছি টেন্ডার করা হয়েছিল। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল।
আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
advertisement
সুড়ঙ্গের মধ্যে একবার জল দাঁড়িয়ে গেলে সাত দিন দশ দিন ধরে সেই জল আর সরত না। বিভিন্ন কারণে সাধারণ মানুষের অসুবিধা দূর করার জন্য আবেদনপত্র জমাও পড়েছিল। সেই মত পৌরসভার উদ্যোগে যাতে ওই সুড়ঙ্গে আর জল জমতে না পারে এদিকেই নজর দেওয়া হচ্ছিল। তার জন্য কাজ শুরু করা হয়েছে। কাজটা আরম্ভ হয়েছে তবে কবে শেষ হবে তা সঠিক করে বলা যাচ্ছে না। এর আগে এই টানেলের সমস্যা নিয়ে পথে নেমেছিল স্থানীয়রা।
আরও পড়ুনঃ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল মাছ বিক্রি! ক্ষতি হল লক্ষাধিক টাকা
বিক্ষোভ দেখিয়েছিল বাসিন্দারা। খবর পেয়ে পৌরসভা ও বিধায়ক এসেছিলেন টানেল প্রদর্শনে।অবশেষে শুরু হল টানেলের কাজ। এই কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির হাওয়া। পৌরসভার এই উদ্যোগে খুশি হয়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিনের এই সমস্যা থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।
Malobika Biswas