স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর আচার পালন করতে দেবরাজ ঘাটে যান দুই ভাই। নিয়ম রীতি শেষে ভাগীরথী নদীতে স্নান করতে নামেন তারা। সেই সময় হঠাৎ পা পিছলে জলে তলিয়ে যান দু’জনেই। মুহূর্তের মধ্যেই তারা গভীর জলের স্রোতে ভেসে যায়। পরিবারের সদস্যরা চিৎকার করে সাহায্য চাইলে, আশপাশের ঘাটে উপস্থিত পুণ্যার্থীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। কাটোয়া থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তলব করে।
advertisement
দ্রুত তল্লাশি অভিযান শুরু হয় ভাগীরথীর জলে। তল্লাশি চললেও এখনও পর্যন্ত দুই ভাইয়ের কোনও খোঁজ মেলেনি। ডুবুরিরা অবিরামভাবে নদীর গভীরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে ভিড় জমেছে অসংখ্য মানুষজনের। নিখোঁজ দুই ভাইয়ের পরিবার শোকে ভেঙে পড়েছে। দেবরাজ ঘাট জুড়ে নেমে এসেছে গভীর নীরবতা। ছট পুজোর সকাল, যেখানে চারিদিকে ছিল ভক্তি, আনন্দ ও উৎসবের আবহ সেই আনন্দমুখর পরিবেশই মুহূর্তে শোকের আবরণে ঢেকে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেবরাজ ঘাট ও আশপাশের ঘাটে হাজার হাজার মানুষ স্নান ও আরাধনায় ব্যস্ত থাকলেও, এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যেন উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা কাটোয়া শহরে। ছট পুজোর সকালে এমন মর্মান্তিক ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে শুধু দেবরাজ ঘাটেই নয়, গোটা কাটোয়া জুড়েই। ঘাটে উপস্থিত এক ব্যক্তি বলেন, “চোখের সামনে কিভাবে কি হয়ে গেল নিজেরই বিশ্বাস হচ্ছেনা। সত্যিই এই ঘটনা বেদনাদায়ক।”






