Sugarcane: কেন আখ ছাড়া ছট পুজো অসম্পূর্ণ? বর্ধমানের ফল যাচ্ছে ভিন রাজ্যেও, রেকর্ড চাহিদার জেরে দ্বি'গুণ লাভবান চাষিরা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Sugarcane: আখ ছাড়া ছট পুজো অসম্পূর্ণ। সূর্য দেবের উপাসনায় আখ শুভ বলে মনে করেন ভক্ত। তাই বছরের এই সময়ে বাজারে আখের চাহিদা পৌঁছয় তুঙ্গে। কালনার সমুদ্রগরের গোয়ালপাড়া আখ বাজার থেকে ট্রাক ভর্তি আখ ভিন রাজ্যে।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: শুরু হয়ে গিয়েছে ছট পুজো। এরই মধ্যে জোরকদমে চলছে আখ বেচাকেনা। পূর্ব বর্ধমানের কালনার সমুদ্রগরের গোয়ালপাড়া আখ বাজার এখন সরগরম। সেখান থেকে প্রতিদিন ট্রাক ভর্তি আখ রওনা দিচ্ছে বিহার, ঝাড়খণ্ড, কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে। রাজ্যের মধ্যেও আখের চাহিদা তুঙ্গে। বিশেষ করে আসানসোল ও দুর্গাপুরে ব্যাপক পরিমাণে আখ পাঠানো হচ্ছে।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর ছট পুজো ঘিরে আখের চাহিদা বেড়েছে বহুগুণ। আখ চাষি আরমান শেখ বলেন, “আখ চাষ করে আমরা এখন ভালই খুশি, দামও বেশ ভালই পাচ্ছি। ১ বিঘা জমিতে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচে চাষ করে ১ লাখ টাকা পর্যন্ত দাম পাচ্ছি”।
আরও পড়ুনঃ ছট পুজোর আবহে চারিদিক ম ম করে ‘তার’ সুবাসে! কেবল অবাঙালিই নয়, বাঙালিদেরও ভিজে জল আনে এই শুকনো মিষ্টি পিঠে, বলুন তো কোন মিষ্টি?
চাহিদা বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখছেন চাষি ও ব্যবসায়ীরা। ফলে পূর্ব বর্ধমানের গোয়ালপাড়া আখ বাজারে এখন উৎসবের আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। দূর-দূরান্ত থেকে ব্যাবসায়ীরা ভিড় জমাচ্ছেন। কেউ ট্রাক, কেউ ম্যাটাডর ভর্তি করে আখ নিয়ে যাচ্ছেন ভিন্ন রাজ্যে ও রাজ্যের বিভিন্ন জেলায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছট পুজোয় আখের গুরুত্ব অনেকটাই। অন্যান্য ফলমূলের সঙ্গে আখও এই পুজোর অন্যতম অঙ্গ। ভক্তদের মতে, সূর্য দেবের উপাসনায় আখ শুভ বলে মনে করা হয়। তাই প্রতি বছরই এই সময়ে আখের বিক্রি বেড়ে যায়, তবে এবছর চাহিদা রেকর্ড ছুঁয়েছে। সব মিলিয়ে আখের দাম বেশি মেলায় চাষিদের মুখে এখন খুশির হাসি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 27, 2025 4:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sugarcane: কেন আখ ছাড়া ছট পুজো অসম্পূর্ণ? বর্ধমানের ফল যাচ্ছে ভিন রাজ্যেও, রেকর্ড চাহিদার জেরে দ্বি'গুণ লাভবান চাষিরা
