ছট পুজোর আবহে চারিদিক ম ম করে 'তার' সুবাসে! কেবল অবাঙালিই নয়, বাঙালিদেরও ভিজে জল আনে এই শুকনো মিষ্টি পিঠে, বলুন তো কোন মিষ্টি?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Thekua: ছট উৎসবের আমেজে পুরুলিয়ার রঘুনাথপুর শহরের জনপ্রিয় ‘রাজেন টি স্টলে’ চলছে ঠেকুয়া বিক্রির ধুম। তবে এই দোকানে সারা বছর পাওয়া যায় ঠেকুয়া। কিন্তু ছটের আগমনে সেই চাহিদা বহুগুণে বেড়ে যায়। দাম মাত্র ৮ টাকা প্রতি পিস। স্বাদে অনন্য, দামেও সুলভ।
পুরুলিয়া, শান্তনু দাস: ছট উৎসবের আমেজে এখন শুধু অবাঙালিরাই নয়, বাঙালিরাও মেতে উঠেছেন ঐতিহ্যবাহী ঠেকুয়ার স্বাদে। পুরুলিয়ার রঘুনাথপুর শহরে ছটের বাজারে এই ঐতিহ্যবাহী ঠেকুয়ার চাহিদা এখন তুঙ্গে। ঠেকুয়ার মনভোলানো ঘ্রান আর সুস্বাদে মুগ্ধ বাঙালি ক্রেতাদের উচ্ছ্বাসে শহরে ছটের বাজার যেন আরও প্রাণবন্ত ও রঙিন হয়ে উঠেছে। কেউ দোকানেই বসে উপভোগ করছেন ছটের আনন্দ ও ঠেকুয়ার স্বাদ, আবার কেউ পরিবারের জন্য প্যাকেটে ভরে নিয়ে যাচ্ছেন বাড়ি। সব মিলিয়ে শহরজুড়ে এখন উৎসবের এক মিষ্টিময় আবহ।
রঘুনাথপুর শহরের জনপ্রিয় ‘রাজেন টি স্টলে’ এই সময় চলছে ঠেকুয়া বিক্রির ধুম। বিশেষত্ব হল, শহরের মধ্যে এটিই একমাত্র দোকান, যেখানে সারা বছর জুড়েই ঠেকুয়া পাওয়া যায়। শুধু ছট পুজোর সময়ই নয়, বছরের অন্য সময়েও রাজেনবাবুর তৈরি ঠেকুয়া ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে। তবে ছটের আগমনে সেই চাহিদা বহুগুণে বেড়ে যায়।
আরও পড়ুনঃ ডেঙ্গির মারণ ছোবল! একই পরিবারের দু’জনের মৃত্যু সোনারপুরে! প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা
মাত্র ৮ টাকা প্রতি পিস দামে মেলে এই জনপ্রিয় ঠেকুয়া। যা যেমন স্বাদে অনন্য, তেমনই দামেও সুলভ। ছট উৎসবের এই বিশেষ সময়ে স্থানীয়দের পাশাপাশি আশপাশের গ্রাম ও শহর থেকেও ক্রেতারা ভিড় জমাচ্ছেন রাজেনবাবুর দোকানে।
advertisement
advertisement

কড়া থেকে নামানো হচ্ছে গরম গরম ঠেকুয়া
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঠেকুয়া নিতে দোকানে আসা মানুষজনদের কথা, “বছরের প্রতিটি দিনেই শহরের এই দোকানে ঠেকুয়া পাওয়ায় এটি আজ আমাদের কাছে একটা জনপ্রিয় খাবার হিসেবে পরিণত হয়েছে। কিন্তু ছট পুজোর সময় এটি খেতে একটা আলাদাই অনুভূতি হয়।” ঠেকুয়ার গন্ধে, স্বাদে ও উৎসবের আনন্দে রঘুনাথপুরের ছটের বাজার আজ যেন এক মিষ্টিময় মিলনমেলা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 27, 2025 4:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছট পুজোর আবহে চারিদিক ম ম করে 'তার' সুবাসে! কেবল অবাঙালিই নয়, বাঙালিদেরও ভিজে জল আনে এই শুকনো মিষ্টি পিঠে, বলুন তো কোন মিষ্টি?
