Dengue: ডেঙ্গির মারণ ছোবল! একই পরিবারের দু'জনের মৃত্যু সোনারপুরে! প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Dengue Outbreak: রাজপুর-সোনারপুর এলাকায় একই পরিবারের দু'জনের ডেঙ্গিতে মৃত্যু। পুর পরিষেবার খামতি নিয়ে ক্ষোভ স্থানীয়দের। অভিযোগ, নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়া ও পুরসভার গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: ডেঙ্গির মারণ ছোবল। রাজপুর-সোনারপুরে একই পরিবারের দু’জনের মৃত্যুতে ছড়াল আতঙ্ক। পুর পরিষেবার খামতি নিয়ে ক্ষোভ। রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে ডেঙ্গিতে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়া ও পুরসভার গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার রেনিয়া ক্ষুদিরাম সরণীর বাসিন্দা বন্দনা সরদার (৪৩) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে মারা যান। এর আগে চলতি মাসের ৬ তারিখে একই পরিবারের সদস্য বিপ্লব সরদার (৪৫) মৃত্যুবরণ করেন একই কারণে।
advertisement
আরও পড়ুনঃ বন্ধুর হাতেই বলি বন্ধু! দেগঙ্গায় খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্ৰেফতার, ঠিক কী ঘটেছিল মদের আসরে?
পরপর দুই মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা রবিবার এলাকায় কাউন্সিলর দেবব্রত মণ্ডল এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তবে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। তাঁর দাবি, পুরসভার নর্দমার কোথাও জল জমে নেই। ঘিঞ্জি এলাকায় মাটির বেড় দেওয়া সেপটিক ট্যাঙ্কের জল উপচে পড়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষের অসচেতনতার জন্যই এমনটা ঘটছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও বাসিন্দাদের দাবি, পুর পরিষেবার খামতির জেরেই দাপিয়ে বেড়াচ্ছে ডেঙ্গি মশা। এখন গোটা এলাকায় নেমেছে আতঙ্কের ছায়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Oct 27, 2025 8:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue: ডেঙ্গির মারণ ছোবল! একই পরিবারের দু'জনের মৃত্যু সোনারপুরে! প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা








