Chicken Dish @Rs15: বাজেট কম? চিন্তা নেই! ১৫ টাকায় চিলি চিকেন-নানে মন ভরবে, কোথায় পাবেন? রইল ঠিকানা

Last Updated:

তাহলে এবার থেকে পকেটে টান পড়লেও আর চিন্তা নেই।মাত্র ১৫ টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ ঘরোয়া স্বাদের চিলি চিকেন আর নান।

+
খাবারের

খাবারের ছবি

বর্ধমান: বন্ধুবান্ধব বা প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করতে যেতে চান কিন্তু মাসের শেষ, বাজেট খুব কম ? তাহলে এই স্টল হতে পারে আপনার জন্য আদর্শ জায়গা। যেখানে মাত্র ১৫ টাকাতেই বন্ধুবান্ধবদের সঙ্গে করতে পারবেন সন্ধ্যাবেলার হালকা খাওয়া দাওয়া। মাত্র ১৫ টাকায় মিলবে চিলি চিকেন আর নান। এছাড়াও রয়েছে নানান রকমের স্নাক্স যার দাম মাত্র ৫০ টাকার মধ্যে।
বর্ধমানের পুলিশ লাইন এলাকায় এই স্টলে পাওয়া যাচ্ছে পাঁচ টাকায় নান ও ১০ টাকায় চিলি চিকেন। তবে দোকানের নামের পিছনেও রয়েছে এক অন্য গল্প। মটু পাতলু দোকান নামে পরিচিত হলেও দোকানের নাম মটু পাতলু নয়।বছর ২ আগে এই ব্যবসা শুরু করেছিলেন দুই বন্ধু একজন মোটা আর একজন রোগা। সেই থেকেই লোকের মুখে মুখে দোকানের নাম হয়ে যায় মটু পাতলু। তবে বর্তমানে দোকান মালিক সুদেব ঘোষ ও তার স্ত্রী কল্পনা ঘোষ দুজন মিলেই চালান দোকানটি কিন্তু রয়ে গেছে সেই  নাম। আর এই দোকানেই নান আর চিলি খেতে সন্ধ্যাবেলায় ভিড় জমান সকলে বিশেষত পড়ুয়ারা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
বিক্রেতা সুদেব ঘোষ বলেন, ছাত্র-ছাত্রীদের কাছে টাকা কম থাকে তাদের কথা চিন্তা করেই নানা ও চিলি চিকেনের দাম কম রাখা হয়েছে যাতে অল্প টাকায় তারা টিফিন করে নিতে পারে। তাছাড়াও তিনি নিজে সব আইটেম বানান তাই এত কমদামে দিতে পারেন।আগামী মাস থেকে হোম ডেলিভারি চালু করার পরিকল্পনা রয়েছে তার। যেখানে তার দোকান থেকে তিন কিলোমিটারের মধ্যে থাকবে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা।
advertisement
তাহলে এবার থেকে পকেটে টান পড়লেও আর চিন্তা নেই।মাত্র ১৫ টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ ঘরোয়া স্বাদের চিলি চিকেন আর নান। এছাড়াও মাত্র ৫০ টাকার মধ্যেই থাকবে বিভিন্ন আইটেম।
advertisement
সায়নী সরকার
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chicken Dish @Rs15: বাজেট কম? চিন্তা নেই! ১৫ টাকায় চিলি চিকেন-নানে মন ভরবে, কোথায় পাবেন? রইল ঠিকানা
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement