Singer Tea Seller: রথ দেখা কলা বেচা! জনপ্রিয় গান গেয়ে চলছে চা বিক্রি! চাওয়ালার গান ভাইরাল, শুনতেই প্রচুর ভিড়
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
বিখ্যাত গায়কদের গানগুলো নিজের গলায় গেয়ে সকলের মন জয় করছেন তিনি। ক্রেতাদের আকর্ষণ করতে চা বিক্রেতার এমন কৌশল নজর কেড়েছে সকলের।
মালদহ: কিশোর কুমার, কুমার সানু, জুবিন গর্গ এই দোকানে এলেই শুনতে পাবেন বিখ্যাত সব গায়কদের মধুর গান। চা প্রেমীদের মন জয় করতে এবারে অভিনব কৌশল চা বিক্রেতার। বিখ্যাত গায়কদের আসল গানের সঙ্গে তাল মিলিয়ে গান করে চা প্রেমীদের নজর কাড়ছেন মালদহের চাঁচলের চা বিক্রেতা পুষ্পল দাস। ইতিমধ্যে তাঁর একটি ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। আর সেই ভিডিও দেখার পর থেকেই চা প্রেমীদের ভিড় জমছে দোকানে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
চা বিক্রেতা পুষ্পল দাস জানান, “ছোটবেলা থেকেই শখ গান করার, তবে কোনও দিন মঞ্চে বা ভাল জায়গায় গান করার সুযোগ হয়নি। আগে স্বর্ণকারের কাজ করতাম বর্তমানে চায়ের দোকান করছি। চা প্রেমীদের মন জয় করতে বিভিন্ন সময় গায়কদের গান বাজিয়ে নিজে গান করে থাকি। ক্রেতাদের মন জয় করতে এমন চিন্তা ভাবনা। এতে দোকানে আসা ক্রেতারা আনন্দ পায়।”
advertisement
advertisement
দোকানে আসা এক চা প্রেমী রাজু সাহা জানান, “সোশ্যাল মিডিয়ায় এই চা বিক্রেতার ভিডিও দেখেছিলাম। বিখ্যাত গায়কদের গান তিনি নিজের গলায় করছেন। তাঁর ভিডিও দেখার পর থেকে অনেকে আসছেন গান শুনতে এবং চা খেতে। চায়ের সাথে গানের আনন্দ আলাদাই অনুভূতি দেয়।”
advertisement
প্রতিদিনই সন্ধ্যা নামলে এই চায়ের দোকানে চা খেতে এবং গান শুনতে ভিড় জমছে ক্রেতাদের। বিখ্যাত গায়কদের গানগুলো নিজের গলায় গেয়ে সকলের মন জয় করছেন তিনি। ক্রেতাদের আকর্ষণ করতে চা বিক্রেতার এমন কৌশল নজর কেড়েছে সকলের।
জিএম মোমিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
October 27, 2025 5:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Singer Tea Seller: রথ দেখা কলা বেচা! জনপ্রিয় গান গেয়ে চলছে চা বিক্রি! চাওয়ালার গান ভাইরাল, শুনতেই প্রচুর ভিড়
