Jagaddhatri Puja: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় নজর কাড়ছে বর্ধমানের বনকাপাসির শিল্পীদের ‘ডাকের সাজ’
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
জগদ্ধাত্রী পুজো মানেই আলোর জাদু, রঙের বাহার আর মনোমুগ্ধকর প্রতিমা। আর সেই প্রতিমাগুলিকে আরও আকর্ষণীয় করে তুলছে পূর্ব বর্ধমানের বনকাপাসি গ্রামের শোলার সাজ।
জগদ্ধাত্রী পুজো মানেই আলোর জাদু, রঙের বাহার আর মনোমুগ্ধকর প্রতিমা। আর সেই প্রতিমাগুলিকে আরও আকর্ষণীয় করে তুলছে পূর্ব বর্ধমানের বনকাপাসি গ্রামের শোলার সাজ। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন শোলার কাজের চাহিদা রয়েছে, তেমনি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও সেই শোলার সাজের দাপট স্পষ্ট। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
পূর্ব বর্ধমান জেলার বনকাপাসি গ্রাম বহুদিন ধরেই ‘শোলা গ্রাম’ নামে পরিচিত। এখানকার শিল্পীদের নিখুঁত ও সূক্ষ্ম হাতের কাজের কদর রয়েছে রাজ্যের সীমানা ছাড়িয়ে ভিন রাজ্যেও। প্রতিবছর জগদ্ধাত্রী পুজোর আগেই এখানকার শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েন ডাকের সাজ তৈরিতে। এবারও সেই ধারা বজায় রেখে বনকাপাসির শিল্পীরা পাড়ি দিয়েছেন চন্দননগরে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেশের অন্যতম ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিত। এখানে প্রতিমার বিশাল আকার, থিমের বৈচিত্র্য এবং আলোর কৌশল দর্শকদের মুগ্ধ করে। সেই বিশাল প্রতিমাগুলিকে সাজিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে বনকাপাসির শিল্পীদের তৈরি শোলার সাজ, যা প্রতিটি প্রতিমাকে করে তুলছে অপরূপ।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
বনকাপাসির প্রায় সকল শিল্পী এবার লক্ষাধিক টাকার অর্ডার পেয়েছেন। তাঁদের তৈরি ‘ডাকের সাজ’ এখন চন্দননগরের নানা মণ্ডপে মায়ের প্রতিমাকে নতুন রূপে তুলে ধরছে। সেই ডাকের সাজের অভিনব থিম এবং নিখুঁত কাজ ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে। স্বাভাবিক ভাবে শিল্পীদের এই সাফল্য গোটা পূর্ব বর্ধমানের গর্ব বাড়িয়ে তুলছে প্রতিনিয়ত। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
