বর্ধমানের পুলিশ লাইন এলাকায় এই স্টলে পাওয়া যাচ্ছে পাঁচ টাকায় নান ও ১০ টাকায় চিলি চিকেন। তবে দোকানের নামের পিছনেও রয়েছে এক অন্য গল্প। মটু পাতলু দোকান নামে পরিচিত হলেও দোকানের নাম মটু পাতলু নয়।বছর ২ আগে এই ব্যবসা শুরু করেছিলেন দুই বন্ধু একজন মোটা আর একজন রোগা। সেই থেকেই লোকের মুখে মুখে দোকানের নাম হয়ে যায় মটু পাতলু। তবে বর্তমানে দোকান মালিক সুদেব ঘোষ ও তার স্ত্রী কল্পনা ঘোষ দুজন মিলেই চালান দোকানটি কিন্তু রয়ে গেছে সেই নাম। আর এই দোকানেই নান আর চিলি খেতে সন্ধ্যাবেলায় ভিড় জমান সকলে বিশেষত পড়ুয়ারা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
বিক্রেতা সুদেব ঘোষ বলেন, ছাত্র-ছাত্রীদের কাছে টাকা কম থাকে তাদের কথা চিন্তা করেই নানা ও চিলি চিকেনের দাম কম রাখা হয়েছে যাতে অল্প টাকায় তারা টিফিন করে নিতে পারে। তাছাড়াও তিনি নিজে সব আইটেম বানান তাই এত কমদামে দিতে পারেন।আগামী মাস থেকে হোম ডেলিভারি চালু করার পরিকল্পনা রয়েছে তার। যেখানে তার দোকান থেকে তিন কিলোমিটারের মধ্যে থাকবে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা।
তাহলে এবার থেকে পকেটে টান পড়লেও আর চিন্তা নেই।মাত্র ১৫ টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ ঘরোয়া স্বাদের চিলি চিকেন আর নান। এছাড়াও মাত্র ৫০ টাকার মধ্যেই থাকবে বিভিন্ন আইটেম।
সায়নী সরকার





