TRENDING:

Chicken Dish @Rs15: বাজেট কম? চিন্তা নেই! ১৫ টাকায় চিলি চিকেন-নানে মন ভরবে, কোথায় পাবেন? রইল ঠিকানা

Last Updated:

তাহলে এবার থেকে পকেটে টান পড়লেও আর চিন্তা নেই।মাত্র ১৫ টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ ঘরোয়া স্বাদের চিলি চিকেন আর নান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: বন্ধুবান্ধব বা প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করতে যেতে চান কিন্তু মাসের শেষ, বাজেট খুব কম ? তাহলে এই স্টল হতে পারে আপনার জন্য আদর্শ জায়গা। যেখানে মাত্র ১৫ টাকাতেই বন্ধুবান্ধবদের সঙ্গে করতে পারবেন সন্ধ্যাবেলার হালকা খাওয়া দাওয়া। মাত্র ১৫ টাকায় মিলবে চিলি চিকেন আর নান। এছাড়াও রয়েছে নানান রকমের স্নাক্স যার দাম মাত্র ৫০ টাকার মধ্যে।
advertisement

বর্ধমানের পুলিশ লাইন এলাকায় এই স্টলে পাওয়া যাচ্ছে পাঁচ টাকায় নান ও ১০ টাকায় চিলি চিকেন। তবে দোকানের নামের পিছনেও রয়েছে এক অন্য গল্প। মটু পাতলু দোকান নামে পরিচিত হলেও দোকানের নাম মটু পাতলু নয়।বছর ২ আগে এই ব্যবসা শুরু করেছিলেন দুই বন্ধু একজন মোটা আর একজন রোগা। সেই থেকেই লোকের মুখে মুখে দোকানের নাম হয়ে যায় মটু পাতলু। তবে বর্তমানে দোকান মালিক সুদেব ঘোষ ও তার স্ত্রী কল্পনা ঘোষ দুজন মিলেই চালান দোকানটি কিন্তু রয়ে গেছে সেই  নাম। আর এই দোকানেই নান আর চিলি খেতে সন্ধ্যাবেলায় ভিড় জমান সকলে বিশেষত পড়ুয়ারা।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

বিক্রেতা সুদেব ঘোষ বলেন, ছাত্র-ছাত্রীদের কাছে টাকা কম থাকে তাদের কথা চিন্তা করেই নানা ও চিলি চিকেনের দাম কম রাখা হয়েছে যাতে অল্প টাকায় তারা টিফিন করে নিতে পারে। তাছাড়াও তিনি নিজে সব আইটেম বানান তাই এত কমদামে দিতে পারেন।আগামী মাস থেকে হোম ডেলিভারি চালু করার পরিকল্পনা রয়েছে তার। যেখানে তার দোকান থেকে তিন কিলোমিটারের মধ্যে থাকবে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা।

advertisement

আরও পড়ুনSinger Tea Seller: রথ দেখা কলা বেচা! জনপ্রিয় গান গেয়ে চলছে চা বিক্রি! চাওয়ালার গান ভাইরাল, শুনতেই প্রচুর ভিড়

তাহলে এবার থেকে পকেটে টান পড়লেও আর চিন্তা নেই।মাত্র ১৫ টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ ঘরোয়া স্বাদের চিলি চিকেন আর নান। এছাড়াও মাত্র ৫০ টাকার মধ্যেই থাকবে বিভিন্ন আইটেম।

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানেও থাকবে না দূষণের ঝক্কি, ফিল্টার করে ধোঁয়া নিষ্কাশন! হচ্ছে পরিবেশবান্ধব চুল্লি
আরও দেখুন

সায়নী সরকার

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chicken Dish @Rs15: বাজেট কম? চিন্তা নেই! ১৫ টাকায় চিলি চিকেন-নানে মন ভরবে, কোথায় পাবেন? রইল ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল