এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, “আমরা সব বাজি বিক্রেতাকে এক জায়গায় এনে ফাঁকা মাঠে নিরাপদ পরিবেশে বাজার বসিয়েছি। এখানে জল, আলো, ডাস্টবিন সবকিছুরই ব্যবস্থা পুরসভা তরফে করা হয়েছে। সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার খোলা থাকছে।”
আরও পড়ুন: দিওয়ালির আগে বড়সড় স্বস্তি! এক অভিযানেই উদ্ধার ৩৩ কিলো চকলেট বোমা, ২২ কিলো কালিপটকা, কোথায় জানুন
advertisement
দক্ষিণ দিনাজপুরের এবিষয়ে ক্রেতাদের কথায়, “সবুজ বাজি দেখতে সুন্দর লাগে। বিশেষ করে ফোয়ারা আর তুবড়ির আলো, তবে দাম একটু বেশি মনে হচ্ছে। আগে যে বাজি ২০০ টাকা দাম ছিল এখন তা ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। হয়তো সবুজের প্রযুক্তি আলাদা, তাই একটু বেশি দাম। তবুও পরিবেশের কথা মাথায় রেখে এখন এটাই কিনতে হচ্ছে সকলকেই।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তহবাজারের ঘিঞ্জি এলাকায় যেতে কিছুটা ভয় পেত সকলেই। এবার মাঠে খোলা জায়গায় পুলিশের নজরদারিতে নিরাপদ ভাবে বাজি কিনতে পারবেন সকলেই। এখানকার বাজিগুলো ফাটলে আলো ছড়ায়। এতে দূষণ কম, ধোয়াও নেই। পরিবেশের ক্ষতি না করেই যাতে উৎসবের আনন্দ নেওয়া যায় সেই চেষ্টায় করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে ছট পুজো পর্যন্ত চলবে এই বাজির বাজার। মাইকিং করে প্রচার করা হচ্ছে শহর জুড়ে। “সবুজ বাজি কিনুন নিরাপদ দীপাবলি পালন করুন”। কর্মকর্তারা আশা করছেন উৎসব যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতার ভিড়।