বর্তমানে ফ্লেক্সের ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ফ্লেক্সকে সাপোর্ট দিতে কাঠের হালকা ফ্রেম লাগছে। ৮ টাকা স্কোয়ার ফিট হিসেবে এই ফ্রেম তৈরি হচ্ছে। একটা ছোট সাইজের ফ্রেমেও ১০০-১২০ টাকা লাভ থাকছে।
আরও পড়ুনঃ দুয়ারে চিকিৎসা! মানুষকে আর ছুটতে হবে না হাসপাতাল, হাওড়ায় চালু হয়ে গেল ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র
advertisement
সামনেই আবার ভোটের মরশুম। সেই সময় প্রচুর ফ্লেক্স তৈরির অর্ডার আসে। তখন আরও বড় ফ্রেম তৈরির অর্ডার মিলবে। ফলে এখন থেকে এই ব্যবসা শুরু করলে ভাল লাভ হতে পারে। এখন জামাকাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দোকানের বিজ্ঞাপনের ভাল অর্ডার আসছে।
এই বিষয়ে প্রভাত পাল নামে এক ব্যবসায়ী জানিয়েছেন, এখন রোজ ৩০-৪০টা করে ফ্রেম তৈরি করতে হচ্ছে। পরে আরও অর্ডার আসবে। ফ্রেম তৈরি করতে খুব একটা সময় লাগে না। কাঠও খুব কম লাগে, যে কেউ এই ব্যবসায় নামতে পারেন। এই কাজে পারদর্শী এক কর্মী প্রশান্ত হালদার জানিয়েছেন, এই কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সামনে ভোটের মরশুম। তখন অনেক অর্ডার আসবে। ফ্লেক্স তৈরি করে এনে দিলে তাঁরা সেই মাপ অনুযায়ী ফ্রেম তৈরি করে নেবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যাচ্ছে, এই ব্যবসায় রোজ কম করে ৪ থেকে ৫ হাজার টাকার ফ্রেম বিক্রি হয়ে থাকে। এর জন্য পেরেক ও কাঠ কিনতে এক থেকে দেড় হাজার টাকা খরচ হবে। ফলে রোজ ৩ থেকে ৪ হাজার টাকা লাভ করার সুযোগ থাকছে।





