মুঘল থেকে সুলতানি, হাতির দাঁতের বাক্স থেকে চাঁদির মুদ্রা, সবই রয়েছে মালদহের যুবকের বাড়িতে! বাড়ি যেন আস্ত মিউজিয়াম

Last Updated:

শতাব্দী প্রাচীন একাধিক জিনিসপত্র সংগ্রহ করে বাড়িতেই আস্ত একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন নিজেই। কখনও ইংল্যান্ড কখনও সিঙ্গাপুর আবার কখনও মালয়েশিয়া ইত্যাদি বিভিন্ন দেশ ঘুরে সংগ্রহ করছেন প্রাচীন ও বর্তমান একাধিক জিনিসপত্র।

+
অম্লান

অম্লান চক্রবর্তীর বাড়ির সংগ্রহশালা

মালদহ, জিএম মোমিন: সুলতান, মুঘল, ব্রিটিশদের শাসনকাল না থাকলেও, থেকে গেছে তাঁদের ইতিহাস। একাধিক বইয়ের পাতা, সংগ্রহশালা ইত্যাদি জায়গায় লেখা ও সংগৃহীত রয়েছে শতাব্দি প্রাচীন বহু ইতিহাস। তবে শুধু বইয়ের পাতা বা সংগ্রহশালা নয়, প্রাচীন বহু ইতিহাসকে বাড়িতেও সংগ্রহ করে রাখছেন অনেকে। তাদের মধ্যে অন্যতম রয়েছেন মালদহের এক অ্যান্টিক কালেক্টর অম্লান চক্রবর্তী।
শতাব্দী প্রাচীন একাধিক জিনিসপত্র সংগ্রহ করে বাড়িতেই আস্ত একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন নিজেই। কখনও ইংল্যান্ড, কখনও সিঙ্গাপুর আবার কখনও মালয়েশিয়া ইত্যাদি বিভিন্ন দেশ ঘুরে সংগ্রহ করছেন প্রাচীন ও বর্তমান একাধিক জিনিসপত্র। মুঘল আমলের হাতির দাঁতের গয়নার বাক্স, ইতর সুনগানি, সুলতানি আমলের চাঁদির মুদ্রা, ব্রিটিশ আমলের সোনার মুদ্রা, প্রাচীন আমলের কাঁচের ফুলদানি সহ ১৮৫ রকম বিদেশী মুদ্রা সংগ্রহে রয়েছে তাঁর। মালদহ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা অম্লান চক্রবর্তী। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও ভালবাসেন ইতিহাসকে।
advertisement
advertisement
সংগ্রহকারী অম্লান চক্রবর্তী জানান, “পূর্বপুরুষদের দেখেই নেশা হয় তাঁর ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহের। বর্তমানে তিনি পেশাগতভাবে চেন্নাইয়ে মাইক্রোবায়োলজি গবেষক হিসাবে কর্মরত। তবে যেখানেই যান ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে আসেন বাড়িতে।” মালদহের ইতিহাসবিদ এম আতাউল্লাহ জানান, “দীর্ঘদিন থেকেই অম্লান ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহ করেন। প্রতিবছরই তাঁর উদ্যোগ ঐতিহাসিক জিনিসপত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান হয়ে থাকে। তাঁর এমন উদ্যোগ বর্তমান প্রজন্মকে পরিচিত করাবে বলে আশাবাদী তিনি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান সমাজ যেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহারে আসক্ত। নতুন প্রজন্মের কাছে বিলুপ্তপ্রায় একাধিক ইতিহাস এবং ইতিহাসের চর্চা। সেই জায়গায় দাঁড়িয়ে যুবক এই ইতিহাস সংগ্রহকারী ইতিহাস প্রেমীর এমন কর্মকাণ্ড সত্যি এক বিরল চিত্র বর্তমান সমাজের কাছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মুঘল থেকে সুলতানি, হাতির দাঁতের বাক্স থেকে চাঁদির মুদ্রা, সবই রয়েছে মালদহের যুবকের বাড়িতে! বাড়ি যেন আস্ত মিউজিয়াম
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement